Thursday 10 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সন্তানের নিঃসঙ্গতার গল্প বলবে ‘ঘর’

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১৩ সেপ্টেম্বর ২০২৪ ১৪:০৫

সাত বছর বয়সী শুভ বাবা-মায়ের ব্যস্ততার কারণে নিঃসঙ্গ বোধ করে। তার শিশুমনে জন্ম নেয় মিথ্যে বলার প্রবণতা ও হতাশার মতো উপসর্গ। মনের ভেতরে আনন্দময় পারিবারিক পরিবেশের জন্য তার হাহাকার বাবা-মা বুঝতে পারে না। তাদের পারস্পরিক ঝগড়া শুভকে অস্থির করে তোলে। একদিন শুভ স্কুল থেকে হারিয়ে যায়। অসহায় শিশুটি পথে দেখা হওয়া এক বৃদ্ধকে দাদু মনে করে জড়িয়ে ধরে। বৃদ্ধ ভদ্রলোকটি শুভকে সঙ্গ দেয় এবং বুঝিয়ে বাসায় ফিরিয়ে আনে। ইতোমধ্যে শুভর ববা-মায়ের উপলব্ধি হয়─ সন্তানের ভবিষ্যৎ গড়ে তোলার কাল্পনিক প্রতিযোগিতায় লিপ্ত থেকে তারা আসলে সন্তানের স্বর্ণালী বর্তমানকে নষ্ট করে দিচ্ছেন।

বিজ্ঞাপন

স্নেহ-মমতাহীন বর্তমানের অংশীদারী এই সন্তান, সুন্দর ভবিষ্যতের দাবীদার হবে কীভাবে? এমনই গল্পে নির্মিত হয়েছে বাংলাদেশ টেলিভিশনের(বিটিভি) নাটক ‘ঘর’। নাসরীন মুস্তাফার রচনায় এটি প্রযোজনা করেছেন মাহফুজার রহমান।

নাটকটিতে অভিনয় করেছেনÑ মাসুম বাশার, শতাব্দী ওয়াদুদ, দীপা খন্দকার, তমা ইসলাম, সাদিকা, বনান্তসহ আরো অনেকে। নাটকটি প্রচারিত হবে ১৪ সেপ্টেম্বর শনিবার রাত ৯টায় বিটিভিতে।

সারাবাংলা/এজেডএস

ঘর দীপা খন্দকার বিটিভি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর