Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুই বোহেমিয়ান তরুণ-তরুণীর গল্পে ‘জোড়া শালিক’

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১৫ সেপ্টেম্বর ২০২৪ ১৭:০২

বাংলাদেশ টেলিভিশনে(বিটিভি) রোববার (১৫ সেপ্টেম্বর) থেকে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘জোড়া শালিক’। মনির জামানের রচনায় এটি প্রযোজনা করেছেন আফরোজা সুলতানা। প্রচারিত হবে সপ্তাহের প্রতি রবি, সোম ও মঙ্গলবার রাত ৯টা ৫ মিনিটে।

ধারাবাহিকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, নাজনীন চুমকী, তাহমিনা মৌ, সুষমা সরকার, সাব্বির আহমেদ, অলংকার চৌধুরী, শাহেদ শাহরিয়ার, আমিন আজাদ, আহসান কবির, বিনয় ভদ্র ও আমিরা মণি। নাটকের গল্পে দেখা যাবে- ঢাকা শহরের দুই বোহেমিয়ান তরুণ-তরুণী, দুজনেই শিক্ষিত তবে বেকার। আড্ডা দিয়েই তাদের দিন কেটে যায়। ছেলেটার নির্দিষ্ট কোনো থাকার জায়গা নেই। মেয়েটি থাকে ভাইয়ের বাসায়। ভাই-ভাবী ও ভাইয়ের ছোট্ট মেয়েকে নিয়ে তাদের পরিবার। ভাবী ননদকে সহ্য করতে না পারলেও ভাইয়ের ছোট্ট মেয়ে ফুপির ভীষণ ভক্ত। একদিন রাত করে বাড়ি ফিরলে ভাবী ননদকে আর বাসায় ঢুকতে দেয় না। মেয়েটি রাগ করে বের হয়ে যায়।

বিজ্ঞাপন

রাস্তায় বেরিয়ে দেখে ছেলেটি এখনো চায়ের দোকানে আড্ডা দিচ্ছে। মেয়েটি সেখানে হাজির হয়ে ছেলেটির সঙ্গে গল্প শুরু করে। এক পর্যায়ে জানায়, সে আজ রাতে আর বাড়ি ফিরবে না। দুজনে মিলে রাতের ঢাকা ঘুরে দেখবে। একসময় তারা রাস্তায় ছিনতাইকারীর কবলে পড়ে মোবাইল-মানিব্যাগ সব হারায়। একপর্যায়ে মেয়েটাকে ছেড়ে যেতে চাইলেও দায়িত্ববোধের কারণে ছেলেটা তা পারে না। শুরু হয় জোড়া শালিকের মতো তাদের পথযাত্রা। এভাবেই নানান ভ্রান্তি-বিভ্রান্তির মধ্য দিয়ে এগিয়ে চলে গল্প।

সারাবাংলা/এজেডএস

জোড়া শালিক বোহেমিয়ান তরুণ-তরুণী

বিজ্ঞাপন
সর্বশেষ

২৪ বলে ০ রানে জাকিরের লজ্জার রেকর্ড
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৫:১৮

সম্পর্কিত খবর