Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাতেই আসছে ’তুফান’

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১৮ সেপ্টেম্বর ২০২৪ ১৭:২৩

রাতেই উঠছে ‘তুফান’। নির্দিষ্ট কোনো এলাকায় নয়, দেশ–বিদেশের সবখান থেকেই বাংলা ভাষাভাষীরা তুফানের তান্ডব দেখতে পাবেন। কারণ ওটিটি প্ল্যাটফর্ম চরকি ও হইচইয়ে ’তুফান’ আঘাত হানতে যাচ্ছে বিশ্বব্যাপী। ফান বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে ১৮ সেপ্টেম্বর রাত ১২ টায়। অন্যভাবে বলা যায়, শাকিব খানের ভক্ত–দর্শকদের জন্য ১৯ সেপ্টেম্বর শুরু হচ্ছে ওটিটিতে তুফান সিনেমা দিয়ে। এখন যে কেউ ঘরে বসে, যখন ইচ্ছা তখন, একটানা বা থেমে থেমে, পছন্দের যায়গাটুকু বার বার আগে পিছে করে দেখতে পারবেন সিনেমাটি।

বিজ্ঞাপন

ওটিটি প্ল্যাটফর্মে তুফানের মুক্তি নিয়ে উচ্ছ্বসিত অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা। বলেন, ”এটা খুবই আনন্দের। দর্শকদের অনেকদিনের অপেক্ষা শেষ হচ্ছে। ওটিটিতে ’তুফান’ মুক্তি পাওয়ার মাধ্যমে দেশ–বিদেশের দর্শকরা ঘরে বসেই দেখতে পারবেন সিনেমাটি। তাদের ড্রইংরুম একেকটি প্রেক্ষাগৃহ হয়ে উঠবে বলে আমার বিশ্বাস। ’তুফান’ ঘোষণার সময় থেকে দর্শকরা সিনেমাটি নিয়ে যে আগ্রহ ধরে রেখেছেন তা নিশ্চয়ই প্রতিফলিত হবে চরকিতে। দর্শকদের ধন্যবাদ ’তুফানে’র সঙ্গে থাকার জন্য।”

বিজ্ঞাপন

সিনেমাটির নির্মাতা রায়হান রাফি বলেন, ”তুফান বারবার দেখার মতো সিনেমা। আমরা বড় আয়োজনে সিনেমাটি নির্মাণ করেছি। দেশের দর্শকরা সিনেমাটি দেখার জন্য কতটা ধৈর্য্য ধরে আছেন, তা সামাজিক যোগাযোগমাধ্যম দেখলে বোঝা যায়। বিদেশে বা অন্য ভাষাভাষীদের মধ্যেও ’তুফান’ দেখার আগ্রহ অনেক। ওটিটিতে সিনেমাটি মুক্তির মাধ্যমে সেই আগ্রহ দর্শকরা মেটাতে পারবে। আশা করি বন্ধু–স্বজন–পরিবার মিলে ঘরে বসে সবাই উপভোগ করবেন ’তুফান।’

ঈদুল আযহা উপলক্ষে ১৭ জুন দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় শাকিব খান অভিনীত ‘তুফান’। দেশের বাইরেও ‘তুফান’ তোলে এ সিনেমা। আদনান আদিব খান, রায়হান রাফির গল্পে, আদনান আদিব খানের চিত্রনাট্যে ’তুফান’ সিনেমায় শাকিব খানকে দ্বৈত চরিত্রে দেখা গেছে। নায়কের বিপরীতে অভিনয় করেছেন ভারতের মিমি চক্রবর্তী এবং বাংলাদেশের নাবিলা।

সিনেমাটি প্রযোজনা করেছে আলফা-আই স্টুডিওজ লিমিটেড; ডিজিটাল পার্টনার চরকি এবং ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউটর হিসেবে আছে এসভিএফ। চরকিতে ’তুফানে’র পেমেন্ট পার্টনার বিকাশ।

সারাবাংলা/এজেডএস

ওটিটি চরকি তুফান শাকিব খান হইচই

বিজ্ঞাপন
সর্বশেষ

২৪ বলে ০ রানে জাকিরের লজ্জার রেকর্ড
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৫:১৮

সম্পর্কিত খবর