Tuesday 16 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চলচ্চিত্র সাংবাদিক দেওয়ান হাবিব আর নেই

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
২০ সেপ্টেম্বর ২০২৪ ০৮:০০ | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৪ ২১:৫৬

সাপ্তাহিক বিনোদন বিচিত্রা পত্রিকার সম্পাদক দেওয়ান হাবিবুর রহমান হাবিব আর নেই। দীর্ঘ দিন ধরে ক্যানসারে আক্রান্ত ছিলেন তিনি।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাত ১১টা ৩০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন হাবিব।

তার ছোট ভাই দেওয়ান সিদ্দিকুর রহমান পলাশ জানান, দেওয়ান হাবিব ক্যানসার আক্রান্ত হয়ে দীর্ঘদিন হাসপাতালে ভর্তি ছিলেন। বৃহস্পতিবার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়। সেখান থেকেই তিনি পাড়ি জমিয়েছেন না ফেরার দেশে।

পলাশ বলেন, দেওয়ান হাবিবের জানাজা হবে শুক্রবার (২০ সেপ্টেম্বর) বাদ জুমা রাজধানীর সোবহানবাগ মসজিদে। এরপর তাকে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে।

বিজ্ঞাপন

সাংবাদিক দেওয়ান হাবিব বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) সিনিয়র সদস্য ছিলেন। তিনি বেশ কিছু চলচ্চিত্র প্রযোজনাও করেন।

সারাবাংলা/এজেডএস/টিআর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর