বাপ্পা মজুমদারের ‘কষ্টের জার্নাল’
৬ জুন ২০১৮ ১৩:৩৭
এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।
গানে গানে সংগীতশিল্পী বাপ্পা মজুমদার বলবেন কি লেখা আছে তার কষ্টের জার্নালে। তবে এটা তার ব্যক্তিগত কষ্টের জার্নাল নয়। নিজের কথাও নেই এই গানে। অন্যের লেখা কষ্ট ও বেদনার কথাই কণ্ঠে তুলবেন বাপ্পা।
নিয়মিত ঢংয়েই ঈদ উপলক্ষে প্রকাশ পাবে সংগীতশিল্পী বাপ্পা মজুমদারের সিঙ্গেল। আর এই সিঙ্গেলসের নাম ‘কষ্টের জার্নাল’। গানটি লিখেছেন প্রখ্যাত গীতিকার রাসেল ও’নীল।
সারাবাংলাকে দলছুট ব্যান্ডের মুখপাত্র ও গীতিকার শাহান কবন্ধ বলেন, ‘গানটি হবে মেলোডিয়াস। শুধু অডিও ট্র্যাকটাই প্রকাশ পাবে। কোনো মিউজিক ভিডিও নির্মাণ করা হবে না গানটির। সময়ের কারণে ভিডিও নির্মাণ করা যাচ্ছে না। তবে দর্শক-শ্রোতারা একটি লিরিকাল ভিডিও পাবেন।’
শিগগিরই গানটি প্রকাশ পাবে অনলাইনে। ইউটিউবসহ বিভিন্ন অনলাইন প্লাটফর্মে পাওয়া যাবে গানটি। গত বছর ডিসেম্বরে ‘সব চুপ’ নামে বাপ্পা মজুমদার সবশেষে একক গান ইউটিউবে প্রকাশ পায়।
সারাবাংলা/আরএসও/পিএ