Tuesday 03 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

না ফেরার দেশে আলাউদ্দিন লাল

এন্টারটেইনমেন্ট ডেস্ক
২৬ সেপ্টেম্বর ২০২৪ ১৬:৪৮

টেলিভিশন নাটকের পরিচিত মুখ আলাউদ্দিন লাল। অনেক দিন যাবত অসুস্থ ছিলেন। দীর্ঘদিন অসুস্থতায় ভোগার পরে তিনি বুধবার (২৫ সেপ্টেম্বর) রাতে রাজধানীর উত্তরার একটি হাসপাতালে মারা গেছেন। কয়েকজন নাট্যনির্মাতা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, এ অভিনেতা দীর্ঘদিন ধরে শ্বাসকষ্ট, ডায়াবেটিকসহ নানাবিধ জটিলতায় ভুগছিলেন। সম্প্রতি হঠাৎ অসুস্থ হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

২০০৮ সাল থেকে টিভি নাটকে অভিনয় করছেন আলাউদ্দীন লাল। এ পর্যন্ত প্রায় ৩০০ নাটকে অভিনয় করেছেন তিনি। অভিনয়শিল্পী, নির্মাতাদের কাছে তিনি ছিলেন কারো লাল মামা, কারো কাছে ছিলেন লাল নানা।

মুশফিক আর ফারহান, খায়রুল বাসার, সামিরা মাহিসহ বহু অভিনয়শিল্পীরা সামাজিক মাধ্যমে এই অভিনেতার মৃত্যুতে শোক জানিয়েছেন।

সারাবাংলা/এজেডএস

আলাউদ্দিন লাল না ফেরার দেশে

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর