Sunday 01 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ওয়েব ফিল্মে শখ

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
২৬ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৩১

মাঝে কয়েক বছরের বিরতি শেষে অভিনয়ে নিয়মিত হয়েছেন আনিকা কবির শখ। নাটক-সিনেমা কিংবা বিজ্ঞাপনচিত্রে তাকে দেখা গেলেও প্রথমবারের মতো ওয়েব ফিল্মে অভিনয় করলেন এই অভিনেত্রী।

বছরের শুরুতে ‘ত্রিভুজ’ নামে একটি ওয়েব ফিল্মে অভিনয় করেন শখ। মুনতাহা বৃত্তার চিত্রনাট্যে ওয়েব ফিল্মটি পরিচালনা করেছেন আলোক হাসান। এতে জয়ের বিপরীতে অভিনয় করেছেন শখ।

ওয়েবের ভুবনে পথচলা প্রসঙ্গে শখ বলেন, “ভালো একটি কাজ দিয়ে ওয়েবে আসতে চেয়েছিলাম। ‘ত্রিভুজ’ ওয়েব ফিল্ম তেমনই। আশা করছি, কাজটি দর্শকের ভালো লাগবে।”

উচ্চ, মধ্য ও নিম্নবিত্ত শ্রেণির প্রতিনিধি হিসেবে ৩টি জুটির গল্প দেখানো হবে। দর্শক পর্দায় দেখবেন নীতি, মানবতা ও মনস্তাত্ত্বিক সংকটের এক চিত্র। খুব শিগগির স্ট্রিমিং প্ল্যাটফর্ম দীপ্ত প্লেতে ওয়েব ফিল্মটি দেখা যাবে বলে জানান শখ।

চলচ্চিত্রের পর্দায় তাকে দেখা গেলেও এখন সিনেমা নেই শখের আগ্রহ নেই। বলা চলে শখের বয়সে দুটি সিনেমায় অভিনয় করেছিলেন তিনি।

সারাবাংলা/এজেডএস

আনিকা কবির শখ ওয়েব ফিল্ম

বিজ্ঞাপন

হিলিতে বিশ্ব এইডস দিবস পালিত
১ ডিসেম্বর ২০২৪ ১৩:১৬

আরো

সম্পর্কিত খবর