Wednesday 05 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিপ্লবের অনেক দাবিদার, সমালোচনায় ফারুকী

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৬:৫১

জুলাই বিপ্লবের কৃতিত্ব এখন অনেকে অনেকভাবে নিচ্ছে। রাজনৈতিক দল, গোষ্ঠী থেকে শুরু করে এমন কেউ নেই যারা এর কৃতিত্ব নিচ্ছেন না। বিষয়টির সমালোচনা করেছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এই নির্মাতা লেখেন, ‘বিপ্লব হ্যাজ ঠু মেনি ফাদারস নাউ! সবাই মনে করছে, এই বিপ্লব তার। সুতরাং দেশটা উনি বা ওনারা যেভাবে চাচ্ছে সেভাবেই গোছাতে হবে, চলতে হবে। যেটা ফ্যাসিস্ট সরকারও মনে করত।’

বিজ্ঞাপন

এই আন্দোলনে জনগণ কোনো দলের বা বিশেষ মতাদর্শ নিয়ে যোগ দেয়নি- সে কথা উল্লেখ করে তিনি লেখেন, ‘প্রিয় ভাই ও বোনেরা, ৫ আগস্ট কোনো বিশেষ মতাদর্শের পক্ষে কোনো ম্যান্ডেট প্রদান করে নাই জনগণ! এটা পরিষ্কারভাবে মাথায় রাখা ভালো। ৫ আগস্ট জনগণ হাসিনার দুঃশাসন থেকে মুক্তির রায় দিয়েছে।’

এখন দেশ কিভাবে চলবে এই রায়ও জনগণ দেবে বলে তিনি লেখেন, ‘এখন যার যার যা এজেন্ডা আছে, কী ধরনের সরকার বানাতে চান, দেশটাকে কিরকম করতে চান- এগুলো নিয়ে জনগণের কাছে যান। জনগণ ভোটে নির্ধারণ করবে কাদেরটার পক্ষে তারা আছে।’ সর্বশেষ তিনি লেখেন, ‘ক্লিয়ার?’

সারাবাংলা/এজেডএস

মোস্তফা সরয়ার ফারুকী

বিজ্ঞাপন

আসছে নতুন রাজনৈতিক দল
৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:১৬

আরো

সম্পর্কিত খবর