Friday 04 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মৌসুমী হামিদের সংসার যেমন চলছে

এন্টারটেইনমেন্ট ডেস্ক
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৮:২৬

আবু সাইয়িদ রানাকে ভালোবেসে বিয়ে করেছেন মৌসুমী হামিদ। রানার লেখা ‘গুটি’ সিরিজে কাজ করতে গিয়ে প্রেমের সম্পর্ক হয় দুইজনের। আবু সাইয়িদ রানা নির্মাণের সঙ্গেও যুক্ত। দুই বছরের প্রেম পর্ব শেষে দুই পরিবারের সম্মতিতে চলতি বছরের শুরুতে বিয়ে হয়েছে মৌসুমী হামিদ এবং রানার।

কেমন চলছে এই তারকা যুগলের সংসার?— মৌসুমী হামিদ সম্প্রতি একটি বেসরকারি টিভি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ‘টিপিক্যাল সংসার জীবন যেমন থাকে তেমনও আছে আবার আমাদের বোঝাপড়ার কারণে বেশ ভালো আছি। মাঝে মাঝে ঝগড়াও হয়, অনেক ঝগড়াঝাঁটি করি। অনেক রাগারাগিও করি কিন্তু ও অনেক ভালো। ও একদম রাগারাগি করে না আমার সাথে। ’

বিজ্ঞাপন

মৌসুমী হামিদ মনে করেন, নিজের ভালো থাকার দায়িত্ব নিজেকেই নিতে হয়। অন্য কারও ওপর এই দায়িত্ব চাপাতে নেই।

সারাবাংলা/এজেডএস

মৌসুমী হামিদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর