Wednesday 15 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হৃদরোগে আক্রান্ত রজনীকান্ত, মধ্যরাতে হাসপাতালে

এন্টারটেইনম্যান্ট ডেস্ক
১ অক্টোবর ২০২৪ ১১:৪৫

হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি বলিউড মহাতারকা রজনীকান্ত। জানা গেছে, সোমবার (৩০ সেপ্টেম্বর) বেশ রাতের দিকে চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয় তাকে।

হাসপাতাল সূত্রে ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, সোমবার হৃদরোগ সংক্রান্ত কোনো সমস্যা দেখা দেয় বর্ষীয়ান অভিনেতার শরীরে। তবে এখন তার অবস্থা অনেকটা স্থিতিশীল। যদিও হাসপাতাল বা পরিবারের পক্ষ থেকে এখনও কোন আনুষ্ঠানিক বিবৃতি আসেনি।

বিজ্ঞাপন

 

৭৬ বছর বয়সী অভিনেতা ২টি সিনেমা নিয়ে ব্যস্ত ছিলেন- পরিচালক জ্ঞানভেল রাজার ‘ভেট্টিয়ান’, যা ১০ অক্টোবর মুক্তি পাবে এবং লোকেশ কানারাজের ‘কুলি’। কয়েকদিন আগেই চেন্নাই ফিরেছিলেন তিনি। আসন্ন সিনেমাগুলির মধ্যে ভেটাইয়ান রজনীকান্তের ১৭০তম ছবি হতে চলেছে। লাইকা প্রোডাকশন দ্বারা প্রযোজিত এই সিনেমাটির শ্যুট হয়েছে চেন্নাই, মুম্বাই, তিরুবনন্তপুরম এবং হায়দরাবাদসহ ভারত জুড়ে বেশ কয়েকটি মনোরম লোকেশনে। ভারতীয় মুদ্রায় ১৬০ কোটি টাকার আনুমানিক বাজেটের ‘ভেট্টিয়ান’ বছরের সবচেয়ে বড় রিলিজগুলির মধ্যে একটি হতে চলেছে।

উল্লেখ্য, প্রায় এক দশক আগে সিঙ্গাপুরে কিডনি প্রতিস্থাপন করিয়েছিলেন এই সুপারস্টার। সম্প্রতি, তিনি স্বাস্থ্যের অবনতিকে কারণ হিসেবে দেখিয়ে রাজনীতি থেকেও বেরিয়ে এসেছেন।

সারাবাংলা/এএসজি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর