Wednesday 15 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিজের ছবি দিয়ে প্রিয়াঙ্কা লিখলেন, ট্রল না করতে

এন্টারটেইনমেন্ট ডেস্ক
১ অক্টোবর ২০২৪ ১৬:৪২ | আপডেট: ১ অক্টোবর ২০২৪ ১৬:৪৩

পিসি তথা প্রিয়াঙ্কা চোপড়া বরাবরই স্পষ্টভাষী হিসেবে স্বীকৃত। বিভিন্ন সময়ে বিভিন্ন ইস্যুতে তাকে সোচ্চার হতে দেখা গেছে। আবার তিনি এমন একটা ইস্যুতে কথা বললেন যা নিয়ে সাধারণত কেউ কথা বলে না।

বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে মানুষের চেহারা, ছবি, কর্ম-পরিধি নানা কিছুতে পরিবর্তন আসে। এসব অর্জনের পিছনে থাকে ওই মানুষটার অসম্ভব রকমের চেষ্টা। যে গল্পে মানুষ শুধু সফলতাটা দেখে ব্যর্থতার কথা বলে না। আবার কেউ কেউ সফলতার পরেও অতীতে নানান খুঁত নিয়ে পড়ে থাকেন।

বিজ্ঞাপন

ঠিক এরকম একটি বিষয়ে তিনি লিখলেন তার নিজের সোশ্যাল হ্যান্ডেলে। নিজের ৯ বছর বয়সী একটি ছবির সঙ্গে ১৭ বছর বয়সী একটি শেয়ার করেছেন ইন্সটাগ্রামে। সেখানে তিনি লিখেছেন, ‘সর্তকতা: ৯ বছর বয়সী আমাকে নিয়ে ট্রল করবেন না। ভাবতে ভালো লাগে বয়ঃসন্ধি ও গ্রুমি একটা মেয়ের কী কী পরিবর্তন আনে। বা দিকের ছবিতে ‘বয়কাট’-এ উদ্ভুট চেহারার আমি বয়ঃসন্ধির আগে; যেন স্কুলে কোনো সমস্যা না হয়। ‘কাতরি কাট’ থেকে এ লুকে গিয়েছিলাম এবং এটা আমার একধরণের বিজয় ছিল। ডান দিকের ছবিতে আমার বয়স ১৭। এটি ২০০০ সালে মিস ইন্ডিয়ায় চ্যাম্পিয়ন হওয়ার সময়কার। তখন আমি চুল, পোশাক ও মেকআপ নিয়ে গর্বিত ছিলাম। দুটো ছবিই এক দশকের ব্যবধানে তোলা।’

তিনি আরও লিখেন, ‘ব্রিটনি স্পিয়ার্স বেশ স্পষ্ট ভাষায় বলেছেন, আমি একজন মেয়ে নই, এমনকি নারীও নই। বিনোদনের এ বিশাল জগতে প্রবেশের সময় আমারও তাই মনে হয়েছে। প্রায় ২৫ বছর পরও আমি এর স্বরূপ খুঁজে বেড়াচ্ছি।’

প্রিয়াঙ্কা যুক্ত করেন, ‘যদিও, আমরা সবাই তাই না? কিশোর বয়সের আমার দিকে যখন তাকাই নিজের প্রতি নিজের দয়া অনেকটাই বেড়ে যায়। নিজের কিশোর বয়সের
প্রতি তাকাও এবং চিন্তা করো নিজের জন্য কতটুকু করতে পেরেছো।’

বিজ্ঞাপন

সবশেষ তিনি লিখেন, ‘নিজেকে ভালোবাসো, দেখবেন আজকে যেখানে আছেন সেখান থেকে কতদূর এগিয়ে গিয়েছেন।’

সারাবাংলা/এজেডএস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর