Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৯৭তম অস্কারে বাংলাদেশ থেকে লড়বে ‘বলি’

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
২ অক্টোবর ২০২৪ ১৫:২৯

অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস অস্কারের ৯৭তম আসরের ‘বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম’ বিভাগে বাংলাদেশ মনোনয়নের ছবি আহ্বান করা হয় গেল মাসে। সেখানে শুধুমাত্র জমা পড়ে ইকবাল হোসাইন চৌধুরীর ‘বলি’। মঙ্গলবার (১ অক্টোবর) রাতে ‘বলি’ দেখার পর ছবিটিকে চূড়ান্ত করে ৯৭তম অস্কার বাংলাদেশ কমিটি।

২০২০-২১ অর্থবছরে সরকারি অনুদানের ছবি ‘বলী’ (দ্য রেসলার)। পিপলু আর খানের প্রযোজনায় ছবিটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী অভিনেতা নাসির উদ্দিন খান, একেএম ইতমাম, প্রিয়াম অর্চি, এনজেল নুর, তাহাদিল আহমেদ প্রমুখ।

বিজ্ঞাপন

গেল জুনে চীনের সাংহাই চলচ্চিত্র উৎসবের ‘ইন্টারন্যাশনাল প্যানোরমা’ শাখায় অংশ নিয়েছিল ‘বলি’।

অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেসের আয়োজনে ২০২৫ সালের ২ মার্চ অনুষ্ঠিত হবে এবারে অস্কার অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ক্যালিফোর্নিয়ার ডলবি থিয়েটারে ২৪টি শাখায় দেওয়া হবে পুরস্কার। বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম সেইগুলোরই একটি।

সারাবাংলা/এজেডএস

৯৭তম অস্কার বাংলাদেশ কমিটি বলি বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর