আগামী সপ্তাহে সেন্সরে যাচ্ছে ‘অমীমাংসিত’
৩ অক্টোবর ২০২৪ ১৪:৩৫
রায়হান রাফি নির্মাণ করেছেন ওয়েব ফিল্ম ‘অমীমাংসিত’। ১২ ফেব্রুয়ারি ওয়েব ফিল্মটির ৪০ সেকেন্ডের একটি রহস্যঘেরা টিজার প্রকাশিত হয়েছিল। অন্তর্জালে প্রকাশের পর দর্শক-সমালোচকরা এক বাক্যে বলেছেন, এটি সাংবাদিক দম্পতি সাগর-রুনির হত্যাকাণ্ডের উপর নির্মিত। যদিও পরিচালক রাফি তা বরাবরের মতই অস্বীকার করেছেন।
কথা ছিল ২৯ ফেব্রুয়ারি এটি ওটিটি প্ল্যাটফর্ম আই থিয়েটারে মুক্তি দেওয়া হবে। ওই সময়ে মুক্তি না দিয়ে মার্চে আইনী জটিলতা কাটাতে প্রযোজনা সংস্থা থেকে ‘অমীমাংসিত’ সেন্সরে জমা দেওয়া হয়। কয়েক মাস আটকে থাকার পর বোর্ড ২৪ এপ্রিল ছবিটিকে ‘প্রদর্শন অযোগ্য’ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়। তখন সেন্সর বোর্ড চারটি কারণ বলেছিল—ক. চলচ্চিত্রটিতে নৃশংস খুনের দৃশ্য রয়েছে। খ. কাল্পনিক কাহিনি, চিত্রনাট্য ও সংলাপের বিষয়বস্তু বাস্তবতার সঙ্গে মিল রয়েছে। গ. এ ধরণের কাহিনি বাস্তবে ঘটেছে এবং ঘটনা সংশ্লিষ্ট মামলা উচ্চ আদালতে বিচারাধীন। ঘ. চলচ্চিত্রটির কাহিনি/বিষয়বস্তু বিচারাধীন মামলার সঙ্গে মিল থাকায় ভুল বার্তা দিতে পারে এবং তদন্তের বিঘ্ন ঘটাতে পারে।
তবে দেশে সরকার পরিবর্তনের পর রাফি ‘অমীমাংসিত’ মুক্তি পাবে বলে ঘোষণা দেন। তবে সেটি কবে নাগাদ? জানতে চাওয়া হয়েছিল তার কাছে।
তিনি সারাবাংলাকে জানান, আগামী সপ্তাহেই তারা নতুন করে ছবিটি সেন্সরে জমা দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। রাফি বলেন, যদিও ওটিটিতে সেন্সরের নিয়ম নেই। তবুও আমাদের সেন্সর করতে বলা হয়েছিল। আমরা সেন্সর করেও ফেলেছিলাম। পরে হঠাৎ তথ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছিল, আমরা ‘অমীমাংসিত’ দর্শকদের দেখাতে পারব না। আমরা পুনরায় তথ্য মন্ত্রণালয় থেকে আবেদন করতে যাচ্ছি। আমরা তথ্য মন্ত্রণালয়ের কাছে চাইব, ‘অমীমাংসিত’যেন ছেড়ে দেওয়া হয়।
সাংবাদিক দম্পতি সাগর-রুনির খুনের ঘটনা অবলম্বনে নির্মিত—এমন গুঞ্জন নিয়ে রাফি বলেন, একটি কাল্পনিক কাহিনি নিয়ে সিনেমাটি নির্মাণ করেছি এবং সেই কেসটি ‘অমীমাংসিত’। বাংলাদেশে এমন অনেক কেস আটকে আছে। এখন গল্প যদি বাস্তবের সঙ্গে কিছুটা মিলে গেলেই তা দেখানো যাবে না, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।
অমীমাংসিতের প্রধান চরিত্রে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ ও তানজিকা আমিন।
সারাবাংলা/এজেডএস