Wednesday 23 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আবারও মা হচ্ছেন কোয়েল মল্লিক

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
৩ অক্টোবর ২০২৪ ১৫:০৩

এ বছর মল্লিক বাড়িতে বড় করে পূজা হচ্ছে না, আগেই জানিয়েছিলেন কোয়েল মল্লিক। তবে এ বার দেবীপক্ষের সূচনা হতেই সুখবর দিলেন নায়িকা। তাদের পরিবার বড় হচ্ছে। দ্বিতীয় বার মা হতে চলেছেন কোয়েল। স্বামী নিসপাল রানে ও ছেলে কবীরের সঙ্গে হাসিমুখের ছবি দিয়ে লেখেন, ‘‘পরিবার বড় হতে চলেছে। খুব শিগগিরই কবীর বড় দাদার দায়িত্ব পেতে চলেছে।’’

২০২০ সালে করোনার মধ্যেই মে মাসে কোয়েলের প্রথম পুত্র কবীরের জন্ম। সেই বছর মহাষ্টমীর দিন ছেলের নাম ভক্ত-অনুরাগীদের প্রথমবার জানান কোয়েল। এক ফ্রেমে দেখা যায় কোয়েল-নিসপাল ও তাদের সন্তানকে। এ বার ঠিক চার বছরের মাথায় ফের দ্বিতীয় বার মা হওয়ার খবর প্রকাশ্যে আনলেন নায়িকা।

বিজ্ঞাপন

সাত বছর সম্পর্কে থাকার পর ২০১৩ সালে প্রযোজক নিসপাল সিংহ রানেকে বিয়ে করেন কোয়েল। সম্প্রতি ‘মিতিন মাসি’ সিরিজের নতুন ছবির শুটিং শেষ করেছেন অভিনেত্রী। মহালয়ার ভোরে তাকে দেখা গিয়েছে ছোট পর্দায়, অসুরনাশিনী দুর্গা রূপে। এর পর হয়তো, কাজ থেকে মাতৃত্বকালীন বিরতি নেবেন কোয়েল। তবে পুজোর আগে অভিনেত্রীর তরফে সুখবর জেনে অনুরাগীরা উচ্ছ্বসিত।

সারাবাংলা/এজেডএস

কোয়েল মল্লিক মা

বিজ্ঞাপন

‎স্ক্যাম মেসেজ চেনার উপায়
২৩ জুলাই ২০২৫ ২১:২৭

আরো

সম্পর্কিত খবর