বিপিএল-এ শাকিব খানের দল ‘ঢাকা ক্যাপিটালস’
৩ অক্টোবর ২০২৪ ১৬:২৬
বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) দল কিনছেন শাকিব খান—এ খবর আগেই এসেছে। তবে কোন দল কিনছেন তা এতদিন জানাননি। এবার জানালেন, তিনি ‘ঢাকা ক্যাপিটালস’-এর মালিকানা কিনেছেন।
শাকিব খানকে সামনে রেখে এই দলের পেছনে আছে কসমেটিকস ও হোম কেয়ার কোম্পানি রিমার্ক-হারল্যান। যে প্রতিষ্ঠানের অন্যতম পরিচালক নায়ক নিজেও।
বুধবার (২ অক্টোবর) শাকিবের পক্ষ থেকে জানানো হয়, দর্শকদের রায়ে ‘ঢাকা ক্যাপিটালস’ নামটি চূড়ান্ত করার পর এদিন সন্ধ্যায় গুলশানে রিমার্ক হারল্যানের হেড অফিসে ‘ঢাকা ক্যাপিটালস’ টিমের মালিক হিসেবে লোগো উন্মোচন করেন শাকিব খান।
এ সময় আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির এক্সিকিউটিভ ডিরেক্টর মামনুন হাসান ইমন, ঢাকা ক্যাপিটালসের সিইও আতিক ফাহাদসহ অনেকে।
শাকিব খান বলেন, ‘আসন্ন বিপিএল-এ আমাদের টিমের নাম সাজেস্ট করতে দেশ বিদেশ থেকে ভালোবাসার অনেক মানুষ এবং ক্রিকেটপ্রেমীরা সাড়া দিয়েছেন। যা দেখে সত্যি উচ্ছ্বসিত হয়েছি। তাই সবার মতামতকে প্রাধান্য দিয়ে আমাদের টিমের নাম চূড়ান্ত করা হয়েছে ঢাকা ক্যাপিটালস। আপনাদের সকলের সর্বোচ্চ সমর্থন ও ভালোবাসায় ঢাকা ক্যাপিটালস খেলার মাঠে অর্জন করবে কাঙ্ক্ষিত সাফল্য।’
আগামী ২৭ ডিসেম্বর থেকে বিপিএলের ১১তম আসর বসবে।
সারাবাংলা/এজেডএস