Saturday 10 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভয়াবহ অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলেন মল্লিকা

এন্টারটেইনমেন্ট ডেস্ক
৫ অক্টোবর ২০২৪ ১৫:১৩

বলিউড ইন্ডাস্ট্রিতে এক সময় মল্লিকা-ইমরান হাশমির রসায়ন আলোড়ন সৃষ্টি করেছিল। বহুদিন অভিনয় থেকে দূরে থাকার পরে ‘ভিকি বিদ্যা কা বো ওয়ালা ভিডিও’ সিনেমার মাধ্যমে ফিরেছেন মল্লিকা শেরাওয়াত। সম্প্রতি এক সাক্ষাৎকারে বলিউড ইন্ডাস্ট্রিতে তার এক ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী।

দীর্ঘদিন বিরতির পর পর্দায় ফিরছেন মল্লিকা। সে প্রসঙ্গে কথা বলতে গিয়ে ভারতীয় সংবাদমাধ্যমে তিনি জানান, এক সহ অভিনেতার কাছে হেনস্তার শিকার হয়েছিলেন অভিনেত্রী। দুবাইয়ে একটি সিনেমার শুটিং করতে গিয়ে এ অভিজ্ঞতা হয় তার।

বিজ্ঞাপন

মল্লিকা বলেন, ‘দুবাইয়ে একটি বড় মাপের সিনেমার শুটিং করছিলাম।একাধিক বড় তারকা ছিলেন সিনেমাটিতে। এই সিনেমা বক্স অফিসে বিপুল সাড়া ফেলেছিল। দর্শকের এটি পছন্দ হয়েছিল। আমিও একটি মজার চরিত্রে অভিনয় করেছিলাম।’

এরপর বলেন দুঃসহ অভিজ্ঞতার কথা। তার ভাষ্য, ‘দুবাইয়ের হোটেলে রোজ রাত বারোটায় আমার ঘরে এসে কড়া নাড়তেন সিনেমার নায়ক। কড়া নাড়ার এমন জোর ছিল, আমি ভাবতাম, দরজাটা বোধহয় ভেঙেই গেল। ওই নায়ক আমার রুমে আসতে চাইতেন। আমি জানতাম, এটা আমি কখনোই হতে দেব না। এর পরে ওই নায়ক আর আমার সঙ্গে কোনো কাজ করেননি।’

তবে সে নায়কের নাম উল্লেখ করেননি মল্লিকা। যদিও তার বর্ণনা শুনে নেটিজেনদের ধারণা ২০০৭ সালের ‘ওয়েলকাম’ এর কথা বলেছেন নায়িকা। অক্ষয় কুমারের কীর্তি হতে পারে এটা। কারও মতে এটা নানা পাটেকার!

সারাবাংলা/এজেডএস

ভয়াবহ অভিজ্ঞতা মল্লিকা শেরাওয়াত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর