রায়হান রাফি ‘ব্ল্যাকমানি’ নামক একটি ওয়েব সিরিজ নির্মাণ করতে যাচ্ছেন। এতে অভিনয় করবেন নব্বইয়ের জনপ্রিয় নায়ক রুবেল। এটি প্রথম বারের মত ওটিটি প্ল্যাটফর্মের জন্য কাজ। ‘মার্শাল আর্ট’কে বাংলা সিনেমায় জনপ্রিয় করা এ নায়ক রায়হান রাফির সঙ্গে অভিনয় করায় কাজটি নিয়ে অনেকের আগ্রহ তৈরি হয়েছে। তার ভক্ত-অনুরাগীদের জিজ্ঞাসা কেন কাজটিতে অভিনয় করছেন তিনি, উত্তরও দিয়েছেন।
শনিবার (৫ অক্টোবর) বিকেলে রাজধানীর একটি তারকা হোটেলে ছিল ওয়েব সিরিজ নিয়ে সংবাদ সম্মেলন। সেখানে এসেছিলেন রুবেল। উপস্থিত ছিলেন সিরিজের পরিচালক, প্রযোজক, অভিনয়শিল্পী ও কলাকুশলীরা। অনুষ্ঠানে রুবেল বলেন, ‘রায়হান রাফী মানেই এখন অন্য কিছু। তার প্রমাণ আমরা গত কয়েক বছরে পেয়েছি। এই একটি কারণেই আমি এই সিরিজে যুক্ত হয়েছি। তিনি যখন আমাকে ফোন করে “ব্ল্যাক মানি”র কথা বলেছেন, আমি তার কথা ফেলতে পারিনি।’
‘ব্ল্যাক মানি’ সিরিজে তার সহযাত্রী হচ্ছেন আরও বেশ কজন তারকা শিল্পী। রুবেলের প্রত্যাশা, অভিনয় করে যে আস্থা তিনি অর্জন করেছেন, সবটুকু বাজি রেখে এতে অভিনয় করবেন তিনি।’
রুবেল ছাড়াও এই সিরিজে অভিনয় করবেন সালাহউদ্দিন লাভলু, পূজা চেরী, সুমন আনোয়ার, মুকিত জাকারিয়া প্রমুখ। ছয় পর্বের ওয়েব সিরিজটির শুটিং শিগগিরই শুরু হবে। অবমুক্ত হবে চলতি বছরেই।