নতুন সরকার আসার পর আরও একটি হিন্দি ছবি আমদানির খবর পাওয়া গেল। ভৌতিক ও কমেডি ধাঁচের ‘ভুল ভুলাইয়া ৩’ আসছে বাংলাদেশে। ছবিটি ভারতের সঙ্গে একই দিন (১ নভেম্বর) দেশে মুক্তি পাবে। এটি আমদানি করছে দি অভি কথাচিত্র।
আমদানিকারক প্রতিষ্ঠানের কর্ণধার জাহিদ হাসান অভি সারাবাংলাকে জানান, সাফটা চুক্তির আওতায় ছবিটি আনা হচ্ছে। নিয়ম অনুযায়ী এ ছবিটির বিনিময়ে রফতানি করা হচ্ছে ‘রাত জাগা ফুল’ ছবিটি।
অভি বলেন, ‘অনেকে ভেবেছিলেন সরকার পরিবর্তন হওয়ায় ভারতীয় ছবি আসা বন্ধ হবে। কিন্তু এটা আসলে পণ্য। ভারত বাংলাদেশ অন্যান্য পণ্য যেমন নিয়ম মেনে আমদানি রফতানি হচ্ছে, সিনেমাও তেমন! ঈদ ছাড়া আমাদের বড় বাজেটের ছবি মুক্তি পাচ্ছে না, হলগুলো চালু রাখতে ভারতীয় ছবি আনতে হচ্ছে।’
বলিউডের ব্লকবাস্টার ‘ভুল ভুলাইয়া’ সিরিজের তৃতীয় সিক্যুয়েল এটি। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কার্তিক আরিয়ান, বিদ্যা বালান, প্রান্তিকা দাস, রাজেশ শর্মা, কাঞ্চন মল্লিক প্রমুখ।
অন্যদিকে ২০২১ সালে মুক্তি পায় মীর সাব্বির পরিচালিত-অভিনীত ছবি ‘রাত জাগা ফুল’। যাতে আরও অভিনয় করেছেন ঐশী, তানভীর, ফজলুর রহমান বাবু প্রমুখ।