‘বেলা বোস তুমি পারছো কি শুনতে’
৮ জুন ২০১৮ ১৬:১৫ | আপডেট: ৮ জুন ২০১৮ ১৬:১৬
এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।
বাংলাদেশে যারা গান শোনেন, অঞ্জন দত্ত তাদের কাছে বেশ আদরের একটি নাম। অঞ্জনের সুরের পাশাপাশি তার কথা শুনতেও বেশ পছন্দ করেন শ্রোতারা। এদের কথা মাথায় রেখে নির্মিত হয়েছে ‘বেলা বোস তুমি পারছো কি শুনতে’। এখানে গান, সিনেমা ও নানা অজানা বিষয় নিয়ে তার সঙ্গে কথা বলেছেন অভিনেত্রী ও গায়িকা মিথিলা।
আসছে ঈদে ‘বেলা বোস তুমি পারছো কি শুনতে’ প্রচার হবে বাংলাভিশনে। এই অনুষ্ঠান সম্পর্কে অঞ্জন দত্ত বলেন, ‘বাংলাভিশনের অনুষ্ঠান পরিকল্পনা আমার কাছে ভালো লেগেছে। তাই রাজি হয়েছি। অনুষ্ঠানে দর্শক আমার সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন। আশা করি, ভালো লাগবে।’
বিশেষ অনুষ্ঠানমালায় ঈদের তৃতীয় দিন বিকেল পাঁচটা ১৫ মিনিটে বাংলাভিশনে প্রচারিত হবে এই অনুষ্ঠানটি। এটি প্রযোজনা করেছেন ‘অঞ্জনযাত্রা’র লেখক সাজ্জাদ হুসাইন।
সারাবাংলা/টিএস