Wednesday 30 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কেক কাটলো ছোট নবাব


২১ ডিসেম্বর ২০১৭ ১১:৩৭ | আপডেট: ২১ ডিসেম্বর ২০১৭ ১১:৫০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এন্টারটেইনমেন্ট ডেস্ক

এত সহজ নয়, ছোট নবাব বলে কথা। তার দেখা যে তাড়াতাড়ি মিলবে না সে তো জানাই ছিল। বলিউড স্টার সাইফ আলী খান ও কারিনা কাপুরের একমাত্র সন্তান তৈমুর আলী খান। ২০ ডিসেম্বর, প্রথমবার জন্মদিনের কেক কেটেছে সে। বাবা-মা ছাড়াও কাছের আত্মীয়-স্বজনেরা ছিলেন অনুষ্ঠানে।

কীভাবে কেক কেটেছে ছোট নবাব? কেকটা কেমন ছিল? এসব জানতে উৎসুক হয়ে ছিলেন ভক্ত-দর্শকরা। চূড়ান্ত মুহূর্তে নামিয়ে আনা হয়েছে আগ্রহের পারদ। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হয়েছে তৈমুর আলী খানের জন্মদিনের ছবি।

 

প্রথম জন্মদিনে মা-বাবাকে নিয়ে ভালোই মজা করেছেন তৈমুর। হারিয়ানায় পতৌদি প্যালেসে আয়োজন করা হয় অনুষ্ঠানের।

বিজ্ঞাপন

বাবা-মার হাত ধরে কেক কেটেছে তৈমুর। গালে চকলেট লাগিয়ে করেছে দুষ্টুমি। মায়ের সাথে চোড়েছে যান্ত্রিক ঘোড়ায়।

আনুষ্ঠানিকতা ছাড়াও সামজিক যোগাযোগ মাধ্যমে ছোট নবাবকে শুভেচ্ছা জানিয়েছেন অনেকেই। কাছের মানুষদের নিয়ে ছোট আয়োজনেই পালিত হলো ছোট নবাবের প্রথম জন্মদিন।

সারাবাংলা/পিএ

কারিনা কাপুর তৈমুর আলী খান সাইফ অালী খান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর