Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিনেমা হল থেকে সৌদি আরবের আয় ২ হাজার কোটি!

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
২৪ অক্টোবর ২০২৪ ১৫:২০

সৌদি আরবের বর্তমান সরকার বুঝতে পেরেছে শুধুমাত্র তেলের উপর নির্ভর করে দেশের অর্থনীতি টিকিয়ে রাখা যাবে না। তাছাড়া তেলের ভাণ্ডারও ফুরিয়ে আসছে তাদের। তাই তারা নানা খাতে বিনিয়োগ করছে। এর অন্যতম হচ্ছে সিনেমা ইন্ডাস্ট্রি। ইতোমধ্যে দেশটি ৮০০ এর মত সিনেমা হল হয়েছে। সেগুলোতে বিপুল অংকের টিকেট বিক্রি হয়েছে।

চলতি বছরের প্রথম নয় মাসে দেশটির সিনেমা হলগুলোতে ৬৫৭ মিলিয়ন রিয়েলের টিকিট বিক্রি হয়েছে। তথ্যটি নিশ্চিত করেছে সৌদি ফিল্ম কমিশন। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ২ হাজার কোটি টাকারও বেশি!

বিজ্ঞাপন

সৌদি ফিল্ম কমিশনের বরাতে গালফ নিউজ জানিয়েছে, ৫২টি চলচ্চিত্র গত সপ্তাহ পর্যন্ত আয় করেছে ১০.৭ মিলিয়ন রিয়েল। গত সপ্তাহে সৌদি আরব রাজ্যে বিক্রি হয়েছে ২ লক্ষ ২২ হাজার টিকিট। নিজেদের সিনেমার পাশাপাশি হলিউডের সিনেমার জন্যও বেশ বড় বাজার হয়ে উঠেছে সৌদি। ইউরোপ আমেরিকায় মুখ থুবড়ে পড়া ‘জোকার: ফোলি আ ডিউক্স’ ছবিটি ভালো ব্যবসা করছে সৌদি আরবে।

সৌদি আরবের প্রধান এক্সিবিশন চেইনের প্রোডাকশন শাখার আর্টিস্টিক প্রোডাকশন ডিরেক্টর ফুয়াদ আল খাতিব জানান, ১১টি সৌদি ফিল্ম নির্মাণের চুক্তি সই করেছেন তারা। আগামী দুই বছরে এই ছবিগুলো মুক্তি পাবে।

সিনেমা হল উন্মুক্ত করে দেওয়ার পর দেশটি ২২টি শহরে এখন পর্যন্ত হল হয়েছে। সেগুলোতে ২ হাজারের অধিক সিনেমা প্রদর্শিত হয়েছে। যার মধ্যে তাদের নিজস্ব ছবি ৫০টির অধিক।

সারাবাংলা/এজেডএস

২ হাজার কোটি আয় সিনেমা হল সৌদি আরব

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর