Wednesday 15 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তারান্তিনোর পরের ছবিতে বসছে তারার মেলা


৮ জুন ২০১৮ ১৮:৫৬

এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।

আগেই জানানো হয়েছিল পরের ছবিতে লিওনার্দো ডি ক্যাপ্রিওকে নিচ্ছেন কুইন্তিন তারান্তিনো। সে সময় ছবির নাম প্রকাশ না করা হলেও জানিয়ে দেয়া হয়েছিল কাহিনী সংক্ষেপসহ ছবির নায়িকার নাম। নারী চরিত্রে ‘হার্লি কুইন’ খ্যাত মার্গট রবির অন্তুর্ভুক্তি চমকে দিয়েছিল দর্শক-সমালোচকসহ সবাইকে।

এরই মাঝে ছবির কাজ অনেকটা এগিয়ে নিয়েছেন তারান্তিনো। জানিয়ে দিয়েছেন সিনেমা মুক্তির তারিখ। প্রকাশ করেছেন ছবিটির নাম এবং অভিনয় করা তারকা তালিকাও।

তারান্তিনো তার নবম ছবির নাম রেখেছেন ‘ওয়ান্স আপন এ টাইম ইন হলিউড’, এতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন কিংবদন্তী অভিনেতা আল পাচিনো। এ ছবিতে আরও অভিনয় করছেন ডাকোটা ফ্যানিং, ড্যামিয়েন লুইস, লুক পেরি, ব্রাড পিটের মতো তারকা অভিনেতারা। ছবিটি মুক্তি পাবে ২০১৯ সালের ৯ আগস্ট।

১৯৬৯ সালে বিখ্যাত পরিচালক রোমান পলিনস্কির আট মাসের সন্তানসম্ভাবা স্ত্রী শ্যারন টেইটকে নৃশংসভাবে খুন করে ম্যানসন পরিবারের সন্ত্রাসীরা। ‘ওয়ান্স আপন এ টাইম ইন হলিউড’ ছবিতে যুক্তরাষ্ট্রের কুখ্যাত ম্যানসন পরিবার ও হলিউডে জায়গা করে নিতে দুটি মানুষের সংগ্রামের গল্প দেখানো হবে। তবে তারান্তিনো এটাও জানিয়ে রেখেছেন, এই ছবি কারো বায়োপিক নয়।

‘ওয়ান্স আপন এ টাইম ইন হলিউড’ ছবিতে লিওনার্দো অভিনয় করবেন সাবেক টিভি তারকা রিক ডাল্টনের চরিত্রে। ব্রাড পিটকে দেখা যাবে তার স্টাটম্যান ক্লিফ বুথের চরিত্রে। শ্যারন টেইট হবেন মারগট রবি। প্রযোজনা ও পরিচালনার পাশাপাশি ছবির চিত্রনাট্যও লিখেছেন তারান্তিনো।

সারাবাংলা/টিএস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

শুটিং খরচ কমালো এফডিসি
১৫ জানুয়ারি ২০২৫ ১৮:০২

আরো

সম্পর্কিত খবর