Tuesday 03 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাকিস্তানের ৪৩ সিনেমা হলে শাকিব খানের ‘তুফান’

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
২৬ অক্টোবর ২০২৪ ১৯:৫৫

দেশের সিনেমা হলে ব্যবসাসফল ছবি ‘তুফান’। রায়হান রাফি পরিচালিত ছবিটি এবার মুক্তি পেয়েছে পাকিস্তানে। সেখানকার ৪৩টি সিনেমা হলের ১১৩টি পর্দায় চলছে শাকিব খান অভিনীত ছবিটি। এমনটাই নিশ্চিত করেছে ছবিটির অন্যতম প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই।

তারা জানায়, পাকিস্তান ফিল্ম সেন্সরবোর্ড থেকে এরমধ্যে ছাড়পত্র পেয়েছে ছবিটি। পুরো ছবি ডাবিং করা হয়েছে উর্দুতে। ছবিটির প্রধান চরিত্রে আছেন শাকিব খান, নাবিলা ও মিমি চক্রবর্তী।

বিজ্ঞাপন

‘তুফান’ পাকিস্তানের প্রায় সবগুলো উল্লেখযোগ্য শহরে মুক্তি পাচ্ছে। এরমধ্যে রয়েছে করাচি, লাহোর, ইসলামাবাদ, মুলতান, ফয়সালাবাদ, গুজরানওয়ালা, গুজরাটসহ বিভিন্ন শহরে।

এর আগে বাংলাদেশের পাশাপাশি ভারত, অস্ট্রেলিয়া, আমেরিকা, কানাডা, ইংল্যান্ডসহ আরও কয়েক দেশে মুক্তি পেয়েছিল সিনেমাটি। এরই ধারাবাহিকতায় আগামী ১ নভেম্বর এটি পাকিস্তানে মুক্তি পেতে যাচ্ছে। নিশ্চিত করেছেন নির্মাতা রায়হান রাফী।

নির্মাতা বলেন, ‘শাকিব ভাই নিজেই পাকিস্তানের পরিবেশকদের সঙ্গে কথা বলে সেখানে মুক্তির ব্যবস্থা করেছেন। তারাও আগ্রহ প্রকাশ করেছে। বিষয়টি আমাদের জন্য বেশ ইন্টারেস্টিং হবে বলে মনে হচ্ছে।’

প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই সূত্র জানিয়েছে, ঈদুল আজহায় মুক্তির পর বিশ্বজুড়ে সিনেমাটি ৫৬ কোটি টাকার ব্যবসা করেছে, যা এখন পর্যন্ত ঢালিউডে সর্বোচ্চ ব্যবসার রেকর্ড। এর আগে শাকিবের ‘প্রিয়তমা’ ৪২ কোটি টাকার ব্যবসার করেছিল।

এতে শাকিব খান ছাড়াও অভিনয় করেছেন নাবিলা, মিমি চক্রবর্তী, চঞ্চল চৌধুরী, শহীদুজ্জামান সেলিম, গাজী রাকায়েত, ফজলুর রহমান বাবু প্রমুখ। সম্প্রতি সিনেমাটি ওটিটি প্ল্যাটফর্ম চরকি ও হইচই-তেও উন্মুক্ত হয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেডএস

তুফান পাকিস্তানে মুক্তি শাকিব খান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর