Tuesday 29 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আসছে মিজানুর রহমান আরিয়ানের নতুন নাটক ‘যুগল’

এন্টারটেইনম্যান্ট ডেস্ক
২৯ অক্টোবর ২০২৪ ১৫:৪৭

মাছরাঙা টেলিভিশনে আসছে মিজানুর রহমান আরিয়ানের নতুন নাটক ‘যুগল’। এতে প্রথমবারের মতো জুটি হয়েছেন রেহান ও নাজনীন নিহা।

প্রেমের গল্পের এই নাটকে দেখা যাবে, আহনাফ অনেকদিন ধরে ফেসবুকে একটা মেয়েকে ফলো করে। মেয়েটির পোস্ট, ভিডিও তার ভালো লাগে। কিন্তু কখনো কোন রিঅ্যাক্ট দেয় না, কমেন্টও করে না। মেয়েটির নাম তন্নী। হঠাৎ একদিন তন্নীকে আর ফেসবুকে পাওয়া যায় না। প্রতিদিন সার্চ করে আহনাফ। আইডি গায়েব। মাস তিনেক পর আহনাফের এক ফটোগ্রাফার বন্ধু তাকে জানায় একটা ফটোশুট আছে, আহনাফ মডেল হবে কিনা। ছাত্রজীবনে আহনাফের মডেল হওয়ার শখ ছিলো। তাই অফারটা পেয়েই রাজি হয়ে যায়। ফটোশুটের জন্য প্রস্তুত হয়ে স্টুডিওতে যায় আহনাফ। রেডি হয়ে বসে থাকে কিন্তু শুট শুরু হয় না। পরে জানা যায়, নতুন মডেল হওয়ায় আহনাফের সাথে শুট করতে রাজি না জনপ্রিয় মডেল দীপিকা। এটা শুনে মন খারাপ হয় আহনাফের। সে কস্টিউম খুলে ফেলতে যায় এমন সময় জানা যায় ক্লায়েন্টকে পরদিন সকালে ছবি দিতেই হবে। তাই আজকের মধ্যে ফটোশুট করতেই হবে। উপস্থিত একজন জানায় তার এক কাজিন আছে মডেলিং করে। তখন মেয়েটা আসে। অবাক হয়ে যায় আহনাফ। এতো সেই তন্নী। এরপর কি ঘটে তাদের মধ্যে?

‘যুগল’ প্রচারিত হবে বুধবার (৩০ অক্টোবর) রাত সাড়ে ১০টায় মাছরাঙা টেলিভিশনে।

সারাবাংলা/এএসজি

মিজানুর রহমান আরিয়ানের নতুন নাটক ‘যুগল’

বিজ্ঞাপন
সর্বশেষ

চালের বাজার অস্থির কেন
২৯ অক্টোবর ২০২৪ ১৫:২৪

সম্পর্কিত খবর