Tuesday 29 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জানুয়ারিতে ফোক ফেস্ট

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
২৯ অক্টোবর ২০২৪ ১৬:৫৫

পাঁচ বছর পর আবারও শুরু হতে যাচ্ছে ফোক ফেস্ট। বৈশ্বিক লোকগানকে ধারণ করে ২০১৯ সাল পর্যন্ত ঢাকার আর্মি স্টেডিয়ামে টানা ৫ বার অনুষ্ঠিত হয়েছে ‘ঢাকা আন্তর্জাতিক ফোক ফেস্ট’। ২০২০ সালে মহামারি করোনা এবং পরবর্তীতে নিরাপত্তার জেরে আর অনুষ্ঠিত হয়নি উপমহাদেশের সবচেয়ে বড় এই লোকগানের আসর।

আয়োজক প্রতিষ্ঠান সান কমিউনিকেশনস এর পক্ষে এক্সিকিউটিভ ক্রিয়েটিভ ডিরেক্টর তানভীর হোসেন গণমাধ্যমে বলেন, ‘বিগত পাঁচ বছর ধরে আগ্রহী শ্রোতা দর্শকদের বহু প্রশ্নের সম্মুখীন হয়েছি। কেন ফোক ফেস্ট হচ্ছে না, এ নিয়ে আগ্রহের শেষ ছিলো না। অবশেষে তাদের উদ্দেশে বলতে চাই, আসছে জানুয়ারিতে আর্মি স্টেডিয়ামেই বসছে ফোক ফেস্টের ৬ষ্ঠ আসর।’

বিজ্ঞাপন

আরও বলেন, ‘আমরা প্রস্তুতি নিয়ে রেখেছিলাম। কিন্তু আর্মি স্টেডিয়ামের অনুমতি পাইনি বলে এতোদিন বিষয়টি বলা হয়নি। সম্প্রতি অনুমতি পেয়েছি বলে এখন তারিখ ঘোষণা করছি। জানুয়ারির ২৩, ২৪ ও ২৫ তারিখে বসছে ফোক ফেস্টের ৬ষ্ঠ আসর। এটাই চূড়ান্ত।’

এবারের আসরে দেশ-বিদেশের কোন কিংবদন্তি ও শিল্পীরা অংশ নেবেন, সেটিও এরমধ্যে প্রায় চূড়ান্ত হয়েছে বলে জানা গেছে। তবে শতভাগ চূড়ান্ত হলেই সংবাদ সম্মেলন করে এবারের আয়োজন সম্পর্কে বিস্তারিত জানানো হবে।

লোকগানের সুর-সুধা বিশ্ব দরবারে ছড়িয়ে দেয়ার লক্ষ্যে সান ফাউন্ডেশনের উদ্যোগে ২০১৫ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত অনুষ্ঠিত হয় এশিয়ার সবচেয়ে বড় লোকসংগীতের অনুষ্ঠান ‘ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট’।

সারাবাংলা/এজেডএস

২০২৫ ফোক ফেস্ট

বিজ্ঞাপন
সর্বশেষ

জানুয়ারিতে ফোক ফেস্ট
২৯ অক্টোবর ২০২৪ ১৬:৫৫

সম্পর্কিত খবর