Wednesday 30 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিচারকের আসনে শবনম ফারিয়া

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
৩০ অক্টোবর ২০২৪ ১৬:৫৬

দেশের একমাত্র জনপ্রিয় কমেডি টিভি রিয়েলিটি শো ‘মার্সেল হা-শো’। সাফল্যের ধারাবাহিকতায় এবার শুরু হতে যাচ্ছে সপ্তম সিজন। প্রতিবারের মতো এবারো ঢাকাসহ আটটি বিভাগীয় শহরে অডিশন পর্ব হবে। ‘মার্সেল হা-শো’র বিচারক হিসেবে দেখা যাবে ফারিয়াকে।

দেশের একটি বেসরকারি টিভি চ্যানেলে খুব শিগগির শুরু হতে যাওয়া এ সিজনে বিচারকের আসনে আরো থাকবেন গুণী অভিনেতা তুষার খান ও চিত্রনায়ক আমিন খান।

নতুন পরিচয়ে দর্শকের সামনে আসার বিষয়ে ফারিয়া বলেন, ‘সবসময়ই নতুন কিছু করতে ভালো লাগে। সেই ভাবনা থেকেই কমেডি অনুষ্ঠানটির সঙ্গে যুক্ত হওয়া। সেখানে দুজন গুণী অভিনেতার সঙ্গে কাজ করার সুযোগ পাচ্ছি, এটিও আনন্দের। আশা করছি, এবার জমজমাট আসর হবে।’

দেশের জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। আগের চেয়ে কাজ এখন অনেকটাই কমিয়ে দিয়েছেন। ২০১৮ সালে ‘দেবী’ দিয়ে রুপালি জগতে পা রাখেন এই অভিনেত্রী। সবশেষ তাকে দেখা গেছে ‘মোবারকনামা’ ওয়েব সিরিজে।

সারাবাংলা/এজেডএস

শবনম ফারিয়া

বিজ্ঞাপন
সর্বশেষ

বিচারকের আসনে শবনম ফারিয়া
৩০ অক্টোবর ২০২৪ ১৬:৫৬

৮ জেলায় নতুন জেলা প্রশাসক
৩০ অক্টোবর ২০২৪ ১৬:২১

সম্পর্কিত খবর