Wednesday 30 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অভিষেকের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন নিমরত

এন্টারটেইনমেন্ট ডেস্ক
৩০ অক্টোবর ২০২৪ ১৭:৪৫

বি-টাউনের অন‍্যতম সেরা জুটি অভিষেক বচ্চন এবং ঐশ্বরিয়া রায় বচ্চন। তবে অভিষেক-ঐশ্বরিয়ার সুখের সংসারে নাকি ভাঙন ধরেছে। এমন গুঞ্জন জোরদার বলিউডের অন্দরে। বচ্চন দম্পতির বিচ্ছেদের গুঞ্জনের মাঝেই চর্চা বাড়ছে অভিষেক বচ্চনের সঙ্গে অভিনেত্রী নিমরত কৌরের সম্পর্ক নিয়ে।

বহুদিন ধরেই শোনা যাচ্ছে বিচ্ছেদ হতে চলেছে অভিষেক এবং ঐশ্বরিয়ার। অনেকদিন ধরেই নাকি আলাদা থাকছেন দম্পতি। এমনকী অমিতাভের জন্মদিনেও দেখা যায়নি বৌমা ঐশ্বরিয়াকে।

বিজ্ঞাপন

সাম্প্রতিক প্রচুর অনুষ্ঠানে ঐশ্বরিয়াকে দেখা গিয়েছে কেবল মাত্র আরাধ‍্যার সঙ্গে। বেশিরভাগ সময়েই মা-মেয়ের সঙ্গে দেখা যায়নি অভিষেককে।

সেই সঙ্গে তাদের সম্পর্কের মাঝে শোনা যাচ্ছে তৃতীয় ব‍্যক্তির নামও। বি-টাউনের কানাঘুঁষো অভিনেত্রী নিমরত কৌরের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন অভিষেক। যদিও এ বিষয়ে এতদিন মুখে কুলুপ এঁটেছিলেন নায়িকা। তবে এবার এই প্রথম অভিষেকের সঙ্গে তার সম্পর্ক নিয়ে প্রতিক্রিয়া জানালেন অভিনেত্রী।

সম্প্রতি দেশের সর্বভারতীয় এক সংবাদ‍মাধ‍্যমকে দেওয়া সাক্ষাত্‍কারে অভিষেকের সঙ্গে তার সম্পর্কের গুঞ্জন প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘‘আমি যা ইচ্ছে করতে পারি। লোকে এখনও সেটাই বলবে, যা বলতে চায়।’’

গুঞ্জন প্রসঙ্গে নিমরিত আরও বলেন, ‘‘এই ধরণের গুঞ্জন থামবে না। আমি নিজের কাজে মনোযোগ দিতে চাই।’’ অভিষেকের সঙ্গে সম্পর্কে গুঞ্জনের জেরে সোশ‍্যাল মিডিয়ায় ট্রোলের শিকারও হয়েছেন নায়িকা। অভিষেক বচ্চন এবং নিমরত কৌর ‘দশভি’ ছবিতে একসঙ্গে কাজ করেছেন। অভিষেক এবং নিমরাতের একটি ভিডিও রেডডিটে ভাইরাল হওয়ার পরে থেকেই তাদের সম্পর্কের গুঞ্জন শুরু হয়।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেডএস

অভিষেক বচ্চন নিমরত কৌর প্রেম

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর