মার্লেকে নিয়ে হচ্ছে সিনেমা
৯ জুন ২০১৮ ১৬:৩৯ | আপডেট: ৯ জুন ২০১৮ ১৬:৪৭
এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।
৩৬ বছরের ছোট্ট জীবন। এই অল্প সময়ের মধ্যেই গান গেয়ে গোটা বিশ্বে ছড়িয়ে দিয়েছেন নিজের নাম। দুনিয়াকে শুনিয়েছেন মানবতার নতুন সুর। বব মার্লে। র্যাগে গানের কিংবদন্তী এই গায়কের জীবন নিয়ে এবার সিনেমা হচ্ছে হলিউডে।
বিখ্যাত প্রযোজনা প্রতিষ্ঠান প্যারামাউন্ট পিকচারের একটি সূত্র জানিয়েছে মার্লের সঙ্গীত ও ব্যক্তিগত জীবনের উপর সিনেমা তৈরির চেষ্টা করছেন তারা। বিস্তারিত কিছু না বললেও এটা জানানো হয়েছে যে মার্লেকে নিয়ে বানানো সিনেমার প্রি-প্রোডাকশনের কাজ তদারকি করছে মার্লের ছেলে জিগি মার্লে।
মার্লেকে নিয়ে এর আগেও বেশ কয়েকটি কনসার্ট মুভি ও ডকুমেন্টারি হয়েছে। এর মধ্যে স্কটিশ পরিচালক কেভিন ম্যাকডোনাল্ডের ‘মার্লে’ ছবিটি সবচেয়ে বিখ্যাত। যেখানে এই গায়কের অনেক দুর্লভ ফুটেজ ও সাক্ষাৎকার দেখানো হয়েছে।
গোটা বিশ্বের গানের শ্রোতাদের কাছে মার্লে প্রিয় হয়ে আছেন তার ‘নো ওমেন নো ক্রাই’ গানটির জন্য। বাংলাদেশেও গানটি বেশ জনপ্রিয়। গানটির বাংলা তর্জমা ‘দুঃখিনি দুঃখ করো না’ গেয়েছেন নগর বাউল জেমস। এছাড়াও তার ‘রিডেম্পশন সং’, ‘বাফেলো সোলজার’ এবং তার রাস্তাফিরাই ধর্ম বিশ্বাস নিয়ে কৌতুহল রয়েছে শ্রোতাদের মনে।
উল্লেখ্য, ত্বক ও ফুসফুসের ক্যান্সারে ভুগে ১৯৮১ সালের ১১ মে মৃত্যুবরণ করেন মার্লে।
সারাবাংলা/টিএস/এএসজি/পিএম