Thursday 15 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিজ গ্রামে সমাহিত মাসুদ আলী খান

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১ নভেম্বর ২০২৪ ১৭:৪৩

প্রয়াত অভিনেতা মাসুদ আলী খানকে মানিকগঞ্জের নিজ গ্রামে সমাহিত করা হয়েছে। গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন তার পরিবার। তিনি বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকেলে নিজ বাসায় মারা যান।

পরিবার জানান, শুক্রবার (১ নভেম্বর) শুক্রবার বাদ জোহর মানিকগঞ্জের খান বানিয়াপাড়া গ্রামে মাসুদ আলী খানের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। এরপর সেখানে তাকে সমাহিত করা হবে।

এদিকে অভিনেতার সহকারী রবিন মন্ডল জানান, গত ৬ অক্টোবর ৯৬ এ পা রেখেন মাসুদ আলী খান। বেশ কিছুদিন যাবৎ অসুস্থ ছিলেন প্রবীণ এই শিল্পী। চিকিৎসার জন্য কয়েকবার নেয়া হয়েছিলো হাসপাতালে। চলছিলো ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা।

বিজ্ঞাপন

একুশে পদকপ্রাপ্ত এ অভিনেতা দীর্ঘদিন ধরে অভিনয় থেকে দূরে ছিলেন। বয়সের ভারে ঠিকমত হাঁটাচলাও করতে পারতেন না এই অভিনেতা। হুইল চেয়ারই ছিল তার ভরসা। এ কারণে বেশির ভাগ সময় ঘরের ভেতরেই কাটাতে হতো মাসুদ আলী খানকে।

১৯৫৬ সালে এ দেশের প্রথম নাটকের দল ড্রামা সার্কেলের সঙ্গে যুক্ত হন মাসুদ আলী খান। সেই থেকে অভিনয়ে ব্যস্ততা বেড়ে যায়। ৫ দশকেরও বেশি সময় টানা অভিনয় করেছেন তিনি।

তার অভিনীত কয়েকটি উল্লেখযোগ্য সিনেমা হচ্ছে ‘দুই দুয়ারি’, ‘দীপু নাম্বার টু’, ‘মাটির ময়না’। তার অভিনীত আলোচিত কয়েকটি নাটক হচ্ছে ‘কূল নাই কিনার নাই’, ‘এইসব দিনরাত্রি’, ‘কোথাও কেউ নেই’।

সারাবাংলা/এজেডএস
বিজ্ঞাপন

আরো