যেভাবে উদযাপিত হল শাহরুখের জন্মদিন
৩ নভেম্বর ২০২৪ ১৭:১১
আগের বছর গুলোতে তাকে মান্নাতের বারান্দায় দেখা যেত জন্মদিন। বাবা সিদ্দিকীর খুনের ঘটনা ও সালমান খানকে একের পর এক হুমকির আবহে বলিউড বাদশা এবার যেন একটু বেশিই সতর্ক। তাই এবারের জন্মদিনে মান্নাতের বারান্দায় আসেননি কিং খান। তাহলে কীভাবে কাটালেন এবারের জন্মদিন শাহরুখ?
জানা গেছে, ঘটা করে সেলিব্রেশন না হলেও, এবার মান্নাতের ভেতরেই স্ত্রী-সন্তানদের সঙ্গে জন্মদিনের মধ্যরাতে একান্তেই জন্মদিনের কেক কাটলেন শাহরুখ। ভক্তদের সঙ্গেও সেই মুহূর্তটি ভাগও করে নিয়েছেন গৌরী খান।
ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, বলিউডের ফার্স্ট লেডির সেই পোস্টে একটা টেবিলে রাখা ছোট্ট একটা কেক কাটতে দেখা যাচ্ছে বলিউড বাদশাকে। পরনে তার কালো টি-শার্ট ও প্যান্ট। পাশে দাঁড়িয়ে গৌরীকে উৎসাহের সঙ্গে সেই কেক কাটার দিকে নজর দিতে দেখা যাচ্ছে। তার পরনে ধূসর রঙের একটা সালোয়ার কামিজ।
অপরদিকে শাহরুখের ডানদিকে দাঁড়িয়ে মেয়ে সুহানাকে তখন হাততালি দিতে দেখা যাচ্ছে। বাবার জন্মদিনে সুহানা খানকে সোনালি রঙের একটা পোশাকে দেখা যায়। এছাড়া শাহরুখের ৫৯ তম জন্মদিন উপলক্ষ্যে একটি ইভেন্টের আয়োজন করা হয়েছিল। যেখানে তার কিছু ভক্তরা উপস্থিত ছিলেন। সেই অনুষ্ঠানের বেশ কিছু ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
শাহরুখের একটি ফ্যান পেজ এক্স-এ একটি ভিডিও শেয়ার করেছে, যেখানে শাহরুখকে প্রশ্ন করা হয়েছিল পরিবার থেকে পাওয়া শিক্ষা নিয়ে। যেখানে তিনি জানান, ‘আমি আমার পরিবার থেকে শিখেছি যে, যত বেশি বাচ্চা হবে, মানুষকে তত ধৈর্যশালী হতে হবে। আমি আমার বাড়ি থেকে কাজের জায়গায় এই শিক্ষাটাই নিয়ে যাই। যা হল অনেক ধৈর্য, অনেক ভালোবাসা, অনেক যত্ন। যার যা চলছে না, তা আমি ঠিক করতে থাকি শ্যুটিংয়েও। আমি মনে করি ধৈর্য একমাত্র জিনিস যা আমি আমার পরিবার থেকে শিখেছি।’
শাহরুখ তার ইনস্টাগ্রামে এই অনুষ্ঠানে উপস্থিত সমস্ত ভক্তদের প্রতি কৃতজ্ঞতা ভাগ করে নিয়েছিলেন। ছবিতে দেখা যাচ্ছে, মঞ্চে তার সিগনেচার আর্ম-ছড়ানো প্রশস্ত পোজ দিয়েছেন তিনি। সঙ্গে ক্যাপশনে লিখেছেন, ‘এখানে আসার জন্য এবং আমার সন্ধ্যাকে বিশেষ করে তোলার জন্য আপনাকে ধন্যবাদ, যারা আমার জন্মদিনে এটি তৈরি করেছেন তাদের সবার প্রতি আমার ভালোবাসা। আর যারা পারেননি, তাদের জন্য আমার সমস্ত ভালবাসা পাঠাচ্ছি।’
এদিন শাহরুখ তার ভক্তদের জন্য একটি বিশেষ ডান্স পারফরমেন্সও করেন। অভিনেতাকে মঞ্চে ‘ঝুমে জো পাঠান’র সঙ্গে নাচতে দেখা যায়। সেই সময় দর্শকাসনে উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। এমনকী, নিজেদের জায়গায় দাঁড়িয়ে হাত-পা মেলাচ্ছিলেন তারা।
সারাবাংলা/এজেডএস