Sunday 03 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেহজাবীন বললেন, ‘নিরাপত্তা’র কারণে ফেরত এসেছেন

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
৩ নভেম্বর ২০২৪ ১৮:০৯

চট্টগ্রামে একটি শো-রুম উদ্বোধনের কথা ছিল মেহজাবীনের। শনিবার (২ নভেম্বর) সেটি না করে ঢাকায় ফিরে আসেন এ অভিনেত্রী। মূলত ‘ব্যবসায়ী-তৌহদী জনতা’র আপত্তির কারণে তিনি নির্ধারিত উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেননি। এ ঘটনার পরে সবাই যখন তার বক্তব্য জানতে চাচ্ছিলো তখন তিনি ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাস দেন। সেখানে নিরাপদে ঢাকায় ফেরার কথা জানান।

তিনি লিখেন, ‘আজ (২ নভেম্বর) আমি চট্টগ্রামে একটি শো-রুমের উদ্বোধনী অনুষ্ঠানে গিয়েছিলাম, কিন্তু বিমানবন্দর থেকে শোরুমে যাওয়ার পথে শুনলাম যে নিরাপত্তা সংক্রান্ত কিছু সমস্যা হয়েছে। তাই আয়োজক এবং আমি সিদ্ধান্ত নিয়েছি যে নিরাপত্তার অভাবে আমরা শোরুমে যাবো না। আমরা তখনই গাড়ি ঘুরিয়ে বিমানবন্দরের দিকে ফিরে যাই এবং ঢাকায় ফিরে আসি।’

বিজ্ঞাপন

তবে, চট্টগ্রামে সেই শোরুম উদ্বোধন ঘিরে কী ঘটেছিল, সে বিষয়ে সংবাদমাধ্যমে খবর প্রকাশ হলেও মেহজাবীন এখনও স্পষ্টভাবে কিছু বলেননি। এ বিষয়ে ‘খুকি লাইফস্টাইল’র ব্যবস্থাপক ইমদাদ হোসেন শুধু বলেন, ‘একটু বিশেষ সমস্যার কারণে মেহজাবীন চৌধুরী আসতে পারেননি। আমরা ওনাকে ছাড়াই অনুষ্ঠান শেষ করেছি। আপাতত আর কিছু বলতে পারছি না।’

বলা দরকার, ‘খুকি লাইফস্টাইল’ শো-রুম উদ্বোধনের কথা জানিয়ে গত ২৯ অক্টোবর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ভিডিও বার্তা দিয়েছিলেন মেহজাবীন চৌধুরী। যেখানে চট্টগ্রামের সবার সঙ্গে দেখা হওয়ার সুযোগের কথা জানিয়েছিলেন তিনি।

মেহজাবীন চৌধুরীর এই ঘোষণা আসার পর থেকে শুরু হয় নানা আলোচনা-সমালোচনা। মেহজাবীনকে দিয়ে দোকান উদ্বোধনের সিদ্ধান্ত থেকে সরে না এলে প্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারি দেন ‘রিয়াজউদ্দিন বাজার সর্বস্তরের ব্যবসায়ী-তৌহিদী জনতার ব্যানারে’ কিছু মানুষ।

বিজ্ঞাপন

সেই ব্যানারটি রিয়াজউদ্দিন বাজারের ব্যবসায়ীরা নিজেদের ফেসবুক টাইমলাইনেও শেয়ার করেন। যেখানে লেখা ছিল, চিত্রনায়িকা মেহজাবীন চৌধুরীকে নিয়ে শো-রুম উদ্বোধনের সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। শো-রুম কর্তৃপক্ষ যদি এই সিদ্ধান্ত থেকে সরে না আসে, ব্যবসায়ী ও তাওহীদি জনতা এর বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তুলবে। বাস্তবে তাই ঘটলো।

সারাবাংলা/এজেডএস

ফেরত আসা মেহজাবীন শোরুম উদ্বোধন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর