শিমুলের ৭১
২১ ডিসেম্বর ২০১৭ ১২:৫৮
এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট
বিজয়ের মাসে মুক্তিযুদ্ধ, দেশপ্রেম, আর মানবিকতার ৭১টি কবিতা নিয়ে আসছেন জনপ্রিয় আবৃত্তিশিল্পী শিমুল মুস্তাফা। একাই আবৃত্তি করবেন ৭১টি কবিতা। শুক্রবার রাজধানীর রবীন্দ্র সরোবরে অনুষ্ঠিত হবে শিমুলের অনুষ্ঠান ‘আপোস করিনি কখনোই আমি এই হলো ইতিহাস’। ২০১০ সাল থেকে প্রতিবছর ডিসেম্বরে এ আয়োজন করছেন শিমুল মুস্তাফা ও তার সংগঠন বৈকুন্ঠ আবৃত্তি একাডেমি।
কিন্তু কেন এই আয়োজন?
শিমুল মুস্তাফা বললেন, ‘বাঙালি আর মুক্তিযুদ্ধের চেতনাকে হৃদয়ে ধারণ করে বাংলা কবিতাকে সাধারণের কাছে পৌঁছে দেয়াই এ আয়োজনের মূল উদ্দেশ্য।’
আয়োজক সূত্রে জানা গেছে, শিমুলের আবৃত্তি ছাড়াও অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন ইয়ুথ বাংলা কালচারাল ফোরামের শিল্পীরা। এছাড়া ২৫টি কবিতা আবৃত্তির পর আয়োজনস্থলে কিছুটা আঁধার নেমে এলে ১৯৭১টি মোমবাতি প্রজ্জ্বলন করা হবে। আর এর সূচনা করবে ১০জন বিশেষ চাহিদা সম্পন্ন শিশু। অনুষ্ঠানটি শুরু হবে বিকেল ৪টা ৩০ মিনিটে, যা সবার জন্য উন্মুক্ত।
সারাবাংলা/পিএম