ঈদ অ্যালবামের প্রকাশনা উৎসব
১০ জুন ২০১৮ ১২:৩৬
এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।
ঈদকে সামনে রেখে নবীন-প্রবীণ শিল্পীদের নিয়ে দেড় শতাধিক অ্যালবাম প্রকাশ করেছে অডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি-সিরিজ ও অগ্নিবীণা। একক, মিশ্র ও ব্যান্ড অ্যালবাম দিয়ে সাজানো হয়েছে প্রতিষ্ঠান দুটির ঈদ আয়োজন।
সিডি আকারে অ্যালবাম প্রকাশনার পাশাপাশি রয়েছে ডিজিটাল প্রকাশনাও। গানের পাশাপাশি অর্ধশতাধিক নাটক, টেলিফিল্ম ও বাংলা ছায়াছবি থাকছে জি-সিরিজ-অগ্নিবীণার প্রকাশনা তালিকায়। ইতোমধ্যে ঈদের কয়েকটি অ্যালবাম বাজারেও ছেড়েছে তারা।
গতকাল শনিবার (৯ জুন) বিকেলে রাজধানীর একটি রেস্তোরায় ঈদ অ্যালবামগুলোর মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন গানের জগতের বিশিষ্ট ব্যক্তিবর্গসহ শিল্পী ও কলাকুশলীরা। যাদের অ্যালবাম আসছে তাদেরকে প্রথমেই শুভেচ্ছা জানায় জনপ্রিয় ব্যান্ডদল ‘স্পন্দন’। শুভেচ্ছা জানান শিল্পী শাফিন আহমেদও। মাইলস-এর ‘সাবেক’ এই ভোকাল বলেন, ‘বহুদিনপর এমন একটি উৎসবমুখর আয়োজন দেখে আমি সত্যি আনন্দিত। একই সাথে এ আয়োজনের মধ্যে দিয়ে যাদের অ্যালবাম প্রকাশ হলো সবার জন্য শুভকামনা।’
অনুষ্ঠানে বরেণ্য গীতিকার, সুরকার ও সঙ্গীত পরিচালক শেখ সাদী খান, খালিদ, ‘ওয়ারফেজ’ খ্যাত মিজান, সুরকার ও সঙ্গীত পরিচালক প্রিন্স মাহমুদ, জি-সিরিজের কর্ণধার নাজমুল হক ভূঁইয়াও শুভেচ্ছা বক্তব্য রাখেন।
ছবি : আশীষ সেনগুপ্ত
সারাবাংলা/টিএস/পিএম