তরুণ-তরুণীদের প্রতিভার লড়াই
৫ নভেম্বর ২০২৪ ১৯:২১
দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের তরুণ-তরুণীদের প্রতিভার লড়াই ‘কালচারাল ফেস্ট ২.০’। ইভেন্ট বক্স এ লড়াইয়ের আয়োজক। শুক্রবার (১৫ নভেম্বর) রাজধানীর গুলশানে অবস্থিত আলোকি কনভেনশন সেন্টারে এটি অনুষ্ঠিত হবে।
নাচ, গান, মঞ্চাভিনয় আর ছবি আঁকা- এই চার বিষয়ের প্রতিযোগিতা হবে। এতে দর্শকদের মাতাবে পাঁচটি ব্যান্ড─ক্যালিপসো, তরুণ ব্যান্ড, কাকতাল, অ্যাভোয়েড রাফা ও শিরোনামহীন।
আয়োজনটি নিয়ে ইভেন্ট বক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা সাবরিনা রহমান বলেন, ‘প্রতিভাবান তরুণদের শিল্প ও প্রতিভা বিকাশের প্লাটফর্ম কালচারাল ফেস্ট গতবছরই জনপ্রিয়তা অর্জন করেছে। এরই ধারাবাহিকতায় এবার আরও বড় পরিসরে এই আয়োজন হতে যাচ্ছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়সহ ১৫টি বিশ্ববিদ্যালয় অংশ নিচ্ছে। বিচারক হিসাবে চার বিভাগে থাকছেন নৃত্যশিল্পী, কন্ঠশিল্পী, পরিচালক এবং চিত্রশিল্পী।
সারাবাংলা/এজেডএস