ছোট পর্দা, বড় পর্দা ও ওটিটিতে সরব রয়েছেন অভিনেত্রী রুনা খান। জনপ্রিয় এ শিল্পী পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। তিনি নতুন একটি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন। যেটি পরিচালনা করবেন জাহিদ হোসেন। ছবির নাম ‘লীলা মন্থন’।
তৈরি হচ্ছে শিশু বিক্রির ঘটনা নিয়ে। গল্প প্রসঙ্গে নির্মাতা জাহিদ হোসেন বলেন, ‘আমরা প্রায়ই শুনি, বিপদে পড়ে অনেকে বাচ্চা বিক্রি করে দিচ্ছেন। বিভিন্ন সময় অনেক শিশু হারিয়েও যায়। এসব ঘটনার বিস্তারিত জানানোর চেষ্টা হবে এ সিনেমার গল্পে। কেন শিশু বিক্রি হচ্ছে, বিক্রির পর তাদের কী হচ্ছে, কারা এর ভুক্তভোগী, কারা এই চক্রের সঙ্গে জড়িত! এগুলোর সঙ্গে মানবিক সম্পর্কের বিষয়টিও উঠে আসবে।’
‘লীলা মন্থনে’ যুক্ত হওয়া প্রসঙ্গে রুনা খান বলেন, ‘আমি যখনই কোনো কাজে যুক্ত হই সবার আগে চিন্তা করি সেখানে যেন জীবন খুঁজে পাওয়া যায়। সহজ করে বললে জীবনঘনিষ্ঠ গল্পেই কাজ করতে পছন্দ করি। লীলা মন্থন তেমন গল্পের একটি সিনেমা। আমার চরিত্রটিও অত্যন্ত চমৎকার।’
‘লীলা মন্থন ছবিতে আরও আছেন শহীদুজ্জামান সেলিম, ইমতিয়াজ বর্ষণ, অধরা খান, কানিজ সুবর্ণা, এলিনা শাম্মী, শামীমা নাজনীন, মনিরা মিঠু প্রমুখ।
নির্মাতা জানান, আগামী সপ্তাহে শুরু হবে শুটিং। জয়দেবপুর, গাজীপুর, মানিকগঞ্জসহ বেশ কয়েকটি স্থানে শুটিংয়ের পরিকল্পনা রয়েছে। ডিসেম্বরে দৃশ্যধারণের কাজ শেষ করতে চান নির্মাতা। আগামী বছর ঈদুল আজহায় লীলা মন্থন মুক্তির কথা জানান তিনি।
এদিকে লীলা মন্থন ছাড়াও নতুন একটি ওয়েব ফিল্মে কাজ করতে যাচ্ছেন রুনা খান। শিগগির আসবে এর আনুষ্ঠানিক ঘোষণা। এ ছাড়া মুক্তির অপেক্ষায় আছে তার অভিনীত দুটি সিনেমা। একটি মাসুদ পথিকের ‘বক’, অন্যটি কৌশিক শংকর দাসের ‘দাফন’। ছবি দুটির প্রচারণায় সরব থাকবেন রুনা খান।