Wednesday 13 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশালবিহীন দুই বছর

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
৭ নভেম্বর ২০২৪ ১৬:৪৮

ওমর ফারুক বিশাল। শ্রোতাপ্রিয় গীতিকবি। তার প্রতিটি গানই রুচিশীলতার পরিচয় বহন করে। বিশালের গান লেখার অনুপ্রেরণাটা এসেছে শিল্প-সাহিত্যের প্রতি ভালোবাসা থেকে। প্রথম প্রেম রবীন্দ্রনাথ। এভাবেই তার গানের ভুবনে আসা।

তবে অকালেই পৃথিবীর মায়া ত্যাগ করে ২০২২ সালের ৭ নভেম্বর সকালে নিজ শহর নরসিংদী থেকে মোটরসাইকেলে করে ঢাকায় ফেরার পথে দুর্ঘটনায় নিহত হন জনপ্রিয় এই গীতিকবি। জানা যায়, তার বাইকটিকে একটি কাভার্ড ভ্যান চাপা দিলে এই দুর্ঘটনা ঘটে। আজ বিশালের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। নীরবেই চলে যাচ্ছে বিশালের মৃত্যুবার্ষিকী।

বিজ্ঞাপন

নরসিংদীর বেলাব উপজেলার আমলাব ইউনিয়নের ধুকুন্দী গ্রামের নূরুল হকের ছেলে বিশাল। গীতিকবি পরিচয়ের বাইরে বিশাল একজন সাংবাদিকও। দেশের শীর্ষ স্থানীয় বেশ কয়েকটি পত্রিকায় কাজ করেছেন তিনি। মৃত্যুর আগ পর্যন্ত তিনি নিউজজি২৪কম-এ একটি গুরুত্বপূর্ণ পদে কর্মরত ছিলেন। গানে নিয়মিত হলেও বেছে বেছে কাজ করতেন বিশাল। তার লেখা গানে কণ্ঠ দিয়েছেন দুই বাংলার জনপ্রিয় সব শিল্পীরা।

ওমর ফারুক বিশালের উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে ‘আলো ‌নেই আলোতে’, ‘আমার আমার লাগে’, ‌‘পোড়ামন’, ‘তুমি দমে দম’, ‘আমারে দিয়া দিলাম তোমারে’, ‘মন কাঁচের আয়না’, ‘দুঃখ দল’, ‘অনিয়মের নিয়মে’, ‘নিয়তি’, ‘তোমার ভালো-মন্দে’, ‘আধা’ প্রভূতি।

সারাবাংলা/এজেডএস

২ বছর ওমর ফারুক বিশাল মৃত্যুবার্ষিকী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর