Sunday 31 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মায়ের হাত বাঁচাতে সন্তানের সংগ্রাম

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
৮ নভেম্বর ২০২৪ ১৫:০৮

ইসমাইল প্রতিবাদী যুবক। এলাকার দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করায় সন্ত্রাসীরা তার দুহাত কেটে নেয়। সকলে তাকে ব্যঙ্গ করে ‘হাতকাটা ইসমাইল’ বলে ডাকে। হাত না থাকার যন্ত্রণা নিয়ে সে জীবন পার করতে থাকে। নিজের জীবন দিয়ে ইসমাইল উপলব্ধি করে মানুষের জীবনে হাতের কী প্রয়োজন।

একসময় তার মায়ের হাতে লোহার পেরেক বিঁধে ইনফেকশন হয়ে যায়। ডাক্তার তার মায়ের হাত কেটে ফেলতে বললে ইসমাইল কোনোভাবেই হাত কাটতে দিতে চায় না। মায়ের হাতটাকে অক্ষত রাখতে বিভিন্ন হাসপাতাল ও ডাক্তারের কাছে দৌঁড়াদৌঁড়ি শুরু করে ইসমাইল। শুরু হয় তার মায়ের হাত বাঁচানোর সংগ্রাম।

এমনই গল্পে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) নির্মিত হয়েছে নাটক ‘হাত’। ‘হাতকাটা ইসমাইল’র চরিত্রে অভিনয় করেছেন সাব্বির আহমেদ। মায়ের ভূমিকায় আছেন শিরিন আলম। নাটকটিতে আরো অভিনয় করেছেন হাফিজুর রহমান সুরুজ, শেখ হান্নান, মাসুদ রানা মিঠু ও তুলি। জুয়েল কবিরের রচনায় এটি প্রযোজনা করেছেন শাহজামান মিয়া। নাটকটি প্রচারিত হবে শনিবার (৯ নভেম্বর) রাত ৯টা ৫ মিনিটে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেডএস

বিজ্ঞাপন

ঢাকার বাতাস ফের দূষিত
৩১ আগস্ট ২০২৫ ১১:১২

৮ বিভাগে বৃষ্টির পূর্বাভাস
৩১ আগস্ট ২০২৫ ১০:৪১

আরো

সম্পর্কিত খবর