২৭ হলে নতুন ২ ছবি
৮ নভেম্বর ২০২৪ ১৫:৪৬
দেশের সিনেমা হলে শুক্রবার (৮ নভেম্বর) ২টি ছবি মুক্তি পেয়েছে—‘রং ঢং’, ’৩৬ ২৪ ৩৬’। ছবি দুটি দেশের মোট ২৭টি সিনেমা হলে চলছে।
চলচ্চিত্র ইন্ডাস্ট্রির কিছু নবীনের প্রতারিত হওয়ার ঘটনা নিয়ে ২০১৬ সালে আহসান সারোয়ার শুরু করেছিলেন ‘রং ঢং’-এর শুটিং। দেশের বিভিন্ন স্থানে তিন বছরের বেশি সময় ধরে চলেছে দৃশ্যধারণের কাজ। ২০১৯ সালে সেন্সর বোর্ডে জমা পড়লে আটকে যায়। প্রথমে সংশোধনী দিলেও পরবর্তী সময়ে নিষিদ্ধ করা হয়। চার বছর সেন্সরে আটকে থাকার পর গত বছর আপিলের মাধ্যমে ছাড়পত্র পেয়েছিল ছবিটি।
অবশেষে শুক্রবার দেশের পাঁচটি সিনেমা হলে মুক্তি পেল রং ঢং। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান, আরমান পারভেজ মুরাদ, লুৎফুর রহমান জর্জ, ফারুক আহমেদ, ডা. এজাজুল ইসলাম, প্রাণ রায়, রাকিব হোসেন ইভন, মাখনুন সুলতানা মাহিমা, সোহেল মণ্ডল প্রমুখ।
অন্যদিকে, রোমান্টিক কমেডি ধাঁচের সিনেমা ’৩৬ ২৪ ৩৬’। রেজাউর রহমান, কারিনা কায়সার ও মোনতাসির মান্নানের রচনায় সিনেমাটির আরও দুটি দরকারি চরিত্রে অভিনয় করেছেন সৈয়দ জামান শাওন ও কারিনা কায়সার। আরও আছেন গোলাম কিবরিয়া তানভীর, আবু হুরায়রা তানভীর, মিলি বাশার, মানস বন্দ্যোপাধ্যায়, শহীদুল আলম সাচ্চু, রোজী সিদ্দিকী, শামীমা নাজনীনসহ অনেকে।
ছবিটি দেশের ২২টি সিনেমা হলে মুক্তি পেয়েছে।
সারাবাংলা/এজেডএস
৩৬ ২৪ ৩৬ আরমান পারভেজ মুরাদ কারিনা কায়সার তারিক আনাম খান দীঘি রং ঢং সৈয়দ জামান শাওন