Wednesday 13 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টিকটকারকে বিয়ের গুঞ্জন তৌহিদ আফ্রিদির

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১৩ নভেম্বর ২০২৪ ১৭:৪৯

দেশের জনপ্রিয় ইউটিউবারদের একজন তৌহিদ আফ্রিদি। মঙ্গলবার (১২ নভেম্বর) রাত অনলাইন দুনিয়ায় বেশ কিছু ছবি ছড়িয়ে পড়েছে। যেখানে তাকে টিকটকার রাইসার সঙ্গে বিয়ের পোশাকে দেখা যায়। ধরে নেওয়া হচ্ছে এগুলো তাদের বিয়ের ছবি। আফ্রিদির বিয়ের ছবিগুলো দেখে তার সঙ্গে যোগাযোগ করা হয়েছে। হোয়াটসঅ্যাপে ফোন করা হলে ফোন ধরেননি আফ্রিদি। ছবিগুলো সত্যিকারের বিয়ের, নাকি কোনো নতুন কনটেন্ট সেটা নিশ্চিত হওয়া যায়নি।

বিজ্ঞাপন

আফ্রিদির বিয়ের ছবি দেখে কেউ কেউ মনে করছেন, এগুলো আগের ছবি। আবার কেউ বলছেন, এসব কোনো নতুন কনটেন্ট প্রচারের উদ্দেশেও প্রকাশ করা হতে পারে। নয়তো খুনের মামলা মাথায় নিয়ে বিয়ে করতে যাবেন কেন এই তরুণ!

সামাজিক গণমাধ্যমে জনপ্রিয় তৌহিদ আফ্রিদি। তবে ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে নীরব ছিলেন তিনি। এমনকি তার নামে হয়েছে হত্যা মামলাও। রাজধানীর যাত্রাবাড়ী থানায় করা ওই হত্যা মামলায় আফ্রিদি এজাহারনামীয় ১১ নম্বর আসামি। তবে জানা গেছে, এরই মধ্যে সেসব মামলা থেকে নিজের নাম কাটিয়ে নিয়েছেন তিনি।

এতদিন টিকটকার রাইসার সঙ্গে প্রেমের সম্পর্কের কথা অস্বীকার করেছিলেন এই তরুণ ইউটিউবার। বিয়ের ছবিগুলো বলছে, সেই রাইসাকেই বিয়ে করেছেন আফ্রিদি। শিশুশিল্পী হিসেবে জনপ্রিয়তা পাওয়া অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘির সঙ্গেও আফ্রিদির প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল। সেসময় দুজনেই জানিয়েছিলেন, তারা ভালো বন্ধু।

ইউটিউবার ও কনটেন্ট ক্রিয়েটর হিসেবে আলোচিত তৌহিদ আফ্রিদি। ফেসবুক, ইনস্টাগ্রাম ও ইউটিউবে রয়েছে তার লাখ লাখ অনুসারী। তার পাত্রী রাইসা একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করেছেন। অসমর্থিত এক সূত্রে জানা গেছে, দুই পরিবারের সম্মতিতে ঘরোয়াভাবে বিয়ে করেছেন রাইসা ও আফ্রিদি।

অন্যদিকে আফ্রিদির নামে মামলা প্রসঙ্গে অন্য এক সূত্র জানিয়েছে, মামলাটির মিমাংসা হয়ে েগছে। এক কোটি টাকা দিয়ে বাদী জয়নাল আবেদিনের সঙ্গে মামলায় আপোষ করে হলফনামায় সই করিয়েছেন মাই টিভির কর্ণধার নাসির উদ্দিন সাথী ও তার ছেলে তৌহিদ আফ্রিদি। এমনকি বাদী জয়নাল আবেদিনের মেয়েকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন তারা।

বিজ্ঞাপন

তৌহিদ আফ্রিদি তার ইউটিউব চ্যানেলটি চালু করেন ২০১৫ সালে। চ্যানেলটির সাবস্ক্রাইবার সংখ্যা ৬৩ লাখের বেশি। এখন পর্যন্ত তৌহিদ আফ্রিদির ইউটিউব চ্যানেলে ২ শতাধিক ভিডিও পোস্ট করা হয়েছে।

সারাবাংলা/এজেডএস

তৌহিদ আফ্রিদি রাইসা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর