একযোগে ২২ দেশে ‘দরদ’
১৫ নভেম্বর ২০২৪ ১২:১৪
অবশেষে অনেক বার মুক্তির তারিখ পেছানোর পর আলোর মুখ দেখেছে ‘দরদ’। শাকিব খান অভিনীত ছবিটি সিনেমা হলে মুক্তি পেয়েছে শুক্রবার (১৫ নভেম্বর)। দেশের ৮৪টি সিনেমা হলে।
অনন্য মামুন পরিচালিত ছবিটি একযোগে ২২টি দেশে মুক্তি পেয়েছে বলে জানা গেছে। মামুন গণমাধ্যমকে বলেন, ‘আন্তর্জাতিকভাবে কতগুলো হলে দরদ মুক্তি পাবে তা এখনই বলতে পারছি না। সঠিক সংখ্যাটি জানাতে আরও কিছু সময় লাগবে।’
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকেলে ইউটিউবে মুক্তি পায় ছবির হিন্দি সংস্করণের গান ‘লুট লে তু’। তার আগে গত ১১ নভেম্বর মুক্তি পায় ‘জিসম মে তেরে’ শিরোনামে আরও এক গান। সিনেমার গল্পে দেখা যাবে স্ত্রীর প্রতি গভীর ভালোবাসায় মগ্ন এক যুবককে। ছবিতে শাকিবের নায়িকা বলিউডের অভিনেত্রী সোনাল চৌহান। ইমরান হাশমির বিপরীতে ২০০৮ সালে ‘জান্নাত’ সিনেমার মধ্যদিয়ে বলিউডে অভিষেক হয়েছিল এই অভিনেত্রীর।
সাইকো থ্রিলার গল্পের সিনেমা দরদে অভিনয় করেছেন দুই দেশের শিল্পীরা। শাকিব খান, সোনাল চৌহান ছাড়া এতে আরও অভিনয় করেছেন পায়েল সরকার, রাহুল দেব, রাজেশ শর্মা, সাফা মারওয়া, ইমতু রাতিশ, বিশ্বজিৎ চক্রবর্তী, রিও প্রমুখ।
বর্তমানে ‘বরবাদ’ নামের এক ছবির শুটিংয়ে অংশ নিতে গত ২২ অক্টোবর মুম্বাইয়ের যান শাকিব খান। সেখানকার একটি স্টুডিওতে গত ২৪ অক্টোবর থেকে শুরু করেন শুটিং।
সারাবাংলা/এজেডএস