Saturday 12 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

একা একা কান্না করতেন শাহরুখ

এন্টারটেইনমেন্ট ডেস্ক
১৯ নভেম্বর ২০২৪ ২৩:২১

নিজের সাফল্য নিয়ে কথা বলতে গিয়ে দুঃসময়ের কথা মনে পড়ে গেল শাহরুখ খানের। ২০২৩ সাল দুর্দান্ত গিয়েছে শাহরুখের। পর পর তিনটি ছবি মুক্তি পেয়েছে। তিনটি ছবি সফল বক্স অফিসেও। যদিও তার আগে একেবারে গৃহবন্দি অবস্থায় কেটেছে টানা চার বছর। আসলে ‘জ়িরো’ ছবির পর থেকে পর পর ব্যর্থতা দেখেছেন শাহরুখ। যে ছবিতেই হাত দিয়েছেন সেটাই ব্যর্থ। সেই সময় নিজেকে দোষারোপ করতে থাকেন। শাহরুখের মনে হতে শুরু করে, এই বিশ্বের কেউ তাঁর সাফল্য দেখতে চান না বলেই এমন দুঃসময় দেখছেন তিনি। সেই সময় একাধিক বার নিজেকে স্নানঘরে আটকে রেখেছেন লম্বা সময় ধরে।

বিজ্ঞাপন

দুবাইয়ের ‘গ্লোবাল ফ্রেট সামিট’-এ উপস্থিত ছিলেন শাহরুখ। সেখানেই নিজের জীবনে ওঠাপড়া নিয়ে মুখ খুললেন তারকা।

‘‘আমি আছি, তখন এটা অনুভব করতেই ঘৃণা হত। সেই সময় এমনও হয়েছে, আমি একা স্নানঘরে গিয়ে কেঁদেছি। যদিও আমি সেটা কাউকে বুঝতে দিই না। কারণ, সেই সময়টায় আমি নিজের প্রতি করুণায় ডুবে থাকতাম। তবে যেটাই ঘটুক না কেন, এটা বিশ্বাস করতে হবে যে পৃথিবী আপনার বিরুদ্ধে নয়, এই বিশ্ব আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এমনও নয়। আপনাকে বিশ্বাস করতে হবে যে আপনি এটা কোনও ভাবে খারাপ করে ফেলেছেন। আর এটা ভেবেই আপনাকে এগিয়ে যেতে হবে। হতাশার মুহূর্তে, আমি নিজেকে নিজেই বলেছি, চুপ করো, এ বার উঠে দাঁড়াও, অনেক হয়েছে এ বার এগিয়ে যাও।’’

শাহরুখ নিজের ব্যক্তিগত জীবনেও ‘হার কার জিতনেওয়ালে কো বাজ়িগর কহতে হ্যায়’ মন্ত্রে বিশ্বাসী যেন।

সারাবাংলা/এজেডএস

কান্না জিরো শাহরুখ খান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর