Wednesday 02 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘পেট কাটা ষ’-এর দ্বিতীয় সিজন আসছে

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
২০ নভেম্বর ২০২৪ ১৭:২৭ | আপডেট: ২০ নভেম্বর ২০২৪ ১৭:৩৩

বাংলা বর্ণ ‘ষ’–কে ‘পেট কাটা ষ’ বলে পরিচিত করানোর চল রয়েছে। অক্ষরটির উচ্চারণ ‘মূর্ধন্য–ষ’ হলেও ‘পেট কাটা ষ’ নামেও এটি প্রচলিত। বাংলা বর্ণের অদ্ভুত এই নামের মতো অদ্ভুত কিছু প্রচলিত গল্প ছড়িয়ে আছে দেশের আনাচে–কানাচে; যা শুনলে গা ছমছম করে ওঠে। তেমন চারটি গল্প নিয়ে ২০২২ সালে তৈরি হয় চরকি অরিজিনাল সিরিজ ‘পেট কাটা ষ’। ‘এই বিল্ডিংয়ে মেয়ে নিষেধ’, ’মিষ্টি কিছু’, ‘লোকে বলে’ ও ‘নিশির ডাক’ পর্বগুলোর মাধ্যমে প্রচলিত কিছু ভৌতিক গল্প বলে দারুণ প্রশংসা পান এর নির্মাতা নুহাশ হুমায়ূন।

বিজ্ঞাপন

দর্শক চাহিদার কারণে ‘পেট কাটা ষ’ এর দ্বিতীয় সিজন আনার পরিকল্পনা করে চরকি। সে অনুযায়ী ২০২৪ এর এপ্রিলে দেয়া হয় দ্বিতীয় সিজনের আনুষ্ঠানিক ঘোষণা। অপেক্ষার পালা শেষ করে প্রকাশ পেয়েছে দ্বিতীয় সিজনের টিজার। ১৯ নভেম্বর রাত ৮টায় টিজারটি এসেছে চরকির ভেরিফায়েড ফেসবুক পেজে। শীঘ্রই ঘোষণা করা হবে এর মুক্তির তারিখ।

দ্বিতীয় সিজনের নামকরণ করা হয়েছ ‘২ষ’। প্রথমটির মতো দ্বিতীয় সিজনেও থাকছে চারটি গল্প। সেগুলোর নাম এবং অভিনয়শিল্পীদের পরিচয় তাড়াতাড়ি জানানো হবে বলে জানিয়েছন চরকি সংশ্লিষ্টরা। ফ্যান্টাসি, হরর, মিস্ট্রি ঘরানার ‘২ষ’ এর গল্পগুলো লিখেছেন নুহাশ হুমায়ূন ও তার মা গুলতেকিন খান। ‘২ষ’ এ প্রথমবারের মতো কোনো সিরিজের জন্য গল্প লিখলেন কবি গুলতেকিন।

নির্মাতা নুহাশ হুমায়ূন জানান, দ্বিতীয় সিজনেও কিছু প্রচলিত বিষয় নিয়ে কাজ করেছেন তিনি। গল্পগুলোতে অতিপ্রাকৃত এবং মনস্তাত্ত্বিক বিষয় রয়েছে। তবে এসবের সঙ্গে এবার তিনি জুড়ে দিয়েছেন কিছু প্রশ্ন। নুহাশ বলেন, ‘লোককাহিনী ও কুসংস্কারের বাইরে গিয়ে ‘২ষ’ বাংলাদেশ ও আধুনিক সময়ের ভয়াবহতা নিয়ে কিছু প্রশ্ন রেখেছে।’

নির্মাতা আরও বলেন, ’দেশে কিংবা বিদেশে ভূতের ভয়ের চেয়েও বড় হয়ে উঠেছে সামাজিক ভয়। এই ভয়গুলো মানুষকে আচ্ছন্ন করে রেখেছে বহু বছর ধরে। ’২ ষ’–এর প্রতিটি পর্বে মানসিকতার সেই অন্ধকার দিক খোঁজার চেষ্টা করেছি।’

সিরিজটি নিয়ে উচ্ছ্বাস রয়েছে চরকির সিইও রেদওয়ান রনির। তিনি জানান, ’পেট কাটা ষ’ দর্শকদের ভালো সাড়া পেয়েছিল। এখনও অনেকে মন্তব্যের ঘরে ‘ষ’ এর নতুন কিছু দেখার ইচ্ছা প্রকাশ করেন। দর্শকের ইচ্ছাকে চরকি বরাবরই গুরুত্ব দিয়ে আসছে উল্লেখ করে রেদওয়ান রনি বলেন, ”দর্শকদের চাওয়া ছিল ‘ষ’ এর দ্বিতীয় সিজনের, সেটা আমরা করতে পেরেছি। আশা করছি সিরিজ দেখে দর্শকদেরও ভালো লাগবে।’’

বিজ্ঞাপন

’পেট কাটা ষ’ সিরিজে অভিনয় করেছিলেন আফজাল হোসেন, চঞ্চল চৌধুরী, কাজী নওশাবা আহমেদ, সোহেল মণ্ডল, শিরিন আক্তার শিলা, মোরশেদ মিশু। ২০২৩–এ রেইনড্যান্স চলচ্চিত্র উৎসবের জুরি অ্যাওয়ার্ডসে সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম হয় ‘পেট কাটা ষ’। একই বছর রটারড্যাম চলচ্চিত্র উৎসবে সিনেমা সংস্করণে অফিশিয়ালি সিলেক্টেড হয় সিরিজটি।

সারাবাংলা/এজেডএস

দ্বিতীয় সিজন নুহাশ হুমায়ূন পেট কাটা ষ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর