গেল শুক্রবার (১৫ নভেম্বর) সারাদেশের ৮৪ হলে মুক্তি পেয়েছে ‘দরদ’। শাকিব খান তার অভিনীত ছবিটি এখনও সিনেমা হলে দেখেননি। তিনি ছবিটি তার সহকর্মীদের নিয়ে দেখবেন। এর জন্য স্টার সিনেপ্লেক্সের তিনটি হল বুক করেছেন।
তবে সবাই হয়ত ভাবছেন ঢালিউডের সহকর্মীদের নিয়ে ছবিটি দেখবেন। না, শাকিব খান মূলত বেছে নিয়েছেন তার ব্যবসায়িক সহকর্মীদের। শাকিব খানের ব্যবসায়িক প্রতিষ্ঠান রিমার্ক- হারল্যানের সৌজন্যে ‘দরদ’-এর এই স্পেশাল স্ক্রিনিংয়ের আয়োজন করা হয়েছে। যেখানে মূলত অংশ নেবেন এই প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা, তবে সঙ্গে থাকছেন ঢালিউড সহকর্মীদের অনেকেই। এ কারণে সিনেপ্লেক্সের তিন হলের সব টিকিট এরমধ্যেই কিনে ফেলা হয়েছে।
শাকিব বলেন, ‘‘প্রথমদিন থেকে ‘দরদ’ দেখতে প্রেক্ষাগৃহে ছুটে আসছে দর্শক। তাদের কাছে আমার অসীম কৃতজ্ঞতা। খেয়াল করছি বিভিন্ন সংবাদ মাধ্যমে ইন্টারভিউয়ে দর্শকদের অনুভূতি। সাধারণ দর্শকদের পাশাপাশি শাকিবিয়ানদেরও ‘দরদ’-ভরা ভালোবাসা।’’
ছবিটিতে শাকিবের বিপরীতে আছেন বলিউডের সুনিধি চৌহান। বাংলাদেশসহ বিশ্বের ২২টি দেশে ছবিটি চলছে।