কাল মানিকগঞ্জে শিল্পকলার আয়োজনে ‘সাধুমেলা’
২০ নভেম্বর ২০২৪ ১৯:২৫ | আপডেট: ২০ নভেম্বর ২০২৪ ২০:০৩
বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে কাল (বৃহস্পতিবার) মানিকগঞ্জে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘সাধুমেলা’। জেলা শিল্পকলা একাডেমি মানিকগঞ্জ এর ব্যবস্থাপনায় মানিকগঞ্জ সদরের হাটিপাড়া ইউনিয়ন সংলগ্ন বাজারের বটতলায় বিকেল ৫টায় আয়োজিত হবে এই ‘সাধুমেলা’।
জেলা শিল্পকলা একাডেমি মানিকগঞ্জের জেলা কালচারাল অফিসার সেলিনা সাঈয়েদা সুলতানা আক্তারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন মানিকগঞ্জ জেলা প্রশাসক ড. মনোয়ার হোসেন মোল্লা এবং বিশেষ অতিথি হিসেবে থাকবেন একাডেমির প্রযোজনা বিভাগের পরিচালক আব্দুল হালিম চঞ্চল।
সাধুমেলায় দলীয় সংগীত পরিবেশন করবেন সেন্টু ও তার দল, গফুর ও তার দল, রেজুয়ানুল ও তার দল, হযরত আলী শাহ্ ও তার দল এবং সীমান্ত ও তার দল। একক সংগীত পরিবেশনায় থাকবেন যোগী ফকির, রেহেনা পারভীন, জালাল মিয়া, বিউটি পারভীন, মো. অসীম উদ্দিন, রাসেল শাহ্ এবং অর্পা খন্দকার। এছাড়াও সংগীত পরিবেশন করবেন শিল্পী হিরক সরদার, আবিদা রহমান সেতু এবং রোকসানা আক্তার রুপসা।
এই আয়োজন সবার জন্য উন্মুক্ত।
সারাবাংলা/এএসজি
জেলা শিল্পকলা একাডেমি মানিকগঞ্জ বাংলাদেশ শিল্পকলা একাডেমি সাধুমেলা