Monday 15 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ত্রিভুজ প্রেমের গল্পে ‘হৃদয়ে বসবাস’

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
২২ নভেম্বর ২০২৪ ১৫:৫৫

বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) শনিবার (২৩ নভেম্বর) রাত ৯টা ৫ মিনিটে প্রচারিত হবে নাটক ‘হৃদয়ে বসবাস’। জামিউর রহমান লেমনের রচনায় প্রযোজনা করেছেন নাজমুল হক। অভিনয় করেছেন শাহেদ শরীফ খান, তাহমিনা সুলতানা মৌ, আলমগীর কবীর, সপ্তর্ষি সাহা, নাজিয়া ফারহা, কবির উদ্দিন আহমেদ, সফিকুল ইসলামসহ আরো অনেকে।

ফ্লোরা, সাজান ও রায়হানের ত্রিভুজ প্রেমের কাহিনি নিয়ে এগিয়ে গেছে নাটকের গল্প। যার পরিণতি বিয়োগান্তক।

ডাক্তার দম্পতির আধুনিক মেয়ে ফ্লোরা। ছোটবেলায় তার মা তাকে ও তার বাবাকে দেশে ফেলে স্কলারশিপ নিয়ে আমেরিকায় চলে যায়। ব্রোকেন পরিবারে বেড়ে ওঠা ফ্লোরার প্রেমের সম্পর্ক হয় ধর্ণাঢ্য প্রতিবেশির ছেলে সাজানের সঙ্গে। কিন্তু ফ্লোরার বাবা সে সম্পর্ক মেনে নেয় না। তাকে ব্রিলিয়ান্ট ইঞ্জিনিয়ার রায়হানের সঙ্গে বিয়ে দিয়ে দেয়। বিবাহিত জীবনে একটি সন্তানের জন্ম হলেও বেশ অসুখী ফ্লোরা। সাজান ফ্লোরার স্মৃতি আগলে আমেরিকায় পাড়ি জমায়। সেখানে সে বাঙালি ঐতিহ্যের মিশেলে ফ্লোরার নামে কটেজ তৈরি করে। রায়হান এদেশে লাবণী নামে এক অসাধু ব্যবসায়ীর রোষানলে পড়ে। রায়হানের আমেরিকা থেকে কাজের অফার আসলে আমেরিকার উদ্দেশ্যে পাড়ি জমানোর সময় এয়ারপোর্ট রোডে গুরুতর দুর্ঘটনার শিকার হয়। মর্গে গিয়ে ফ্লোরা ও তার বাবা রায়হানের নিথর দেহ দেখে চমকে যায়। এভাবে এগিয়ে যায় নাটকের কাহিনী।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেডএস

বিজ্ঞাপন

১৮২ সহকারী রাজস্ব কর্মকর্তাকে বদলি
১৫ সেপ্টেম্বর ২০২৫ ২০:৫০

আরো

সম্পর্কিত খবর