Friday 04 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কলকাতায় অভিষেক হচ্ছে অপূর্ব’র

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
২৪ নভেম্বর ২০২৪ ১৮:২৮

টালিউড ইন্ডাস্ট্রিতে আরেক বাংলাদেশি অভিনেতা অভিষেক হতে যাচ্ছে। মুক্তির অপেক্ষায় থাকা ‘চালচিত্র’ ছবিটির মাধ্যমে টালিউডে পা রাখতে যাচ্ছেন অপূর্ব। আগামী ২০ ডিসেম্বর ছবিটি মুক্তি পাবে।

ছবিটি প্রসঙ্গে অপূর্ব আগেই বলেছিলেন, ‘গল্পটা এত চমৎকার যে লোভ সামলাতে পারিনি। শুধু গল্পই না, চরিত্রটাও বেশ ইন্টারেস্টিং যেটা আরও বেশি আমাকে টেনেছে। দারুণ টিমের সঙ্গে কাজ হয়েছে। আমি যেন নিজের অভিনয় দিয়ে বাংলাদেশের মান রাখতে পারি, দর্শকের মন জয় করতে পারি, সর্বোচ্চভাবে সেই চেষ্টা করেছি।’

বিজ্ঞাপন

এই সিনেমায় অপূর্বর সঙ্গে রয়েছেন টলিউডের নামজাদা সব অভিনেতারা- টোটা রায় চৌধুরী, রাইমা সেন, ব্রাত্য বসু, অনির্বাণ চক্রবর্তী প্রমুখ।

২৪ নভেম্বর সকালে প্রযোজনা প্রতিষ্ঠান ফ্রেন্ডস কমিউনিকেশনের ফেসবুক পেইজ থেকে অপূর্বর লুক পোস্টারটি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়েছে, ‘তার নাম কেউ জানে না কিন্তু তাকে ছাড়া খুনি ধরা অসম্ভব।’

অনুমান করা যায়, রহস্যময় ‘চালচিত্র’র পুরোটা জুড়ে শাসন করবেন অপূর্ব। ‘চালচিত্র’ পরিচালনা করেছেন প্রীতম ডি গুপ্ত।

সারাবাংলা/এজেডএস

অপূর্ব চালচিত্র টালিউড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর