Wednesday 15 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কে এই মোহিনী? যার জন্য সায়রাকে ছাড়লেন এ আর রহমান

এন্টারটেইনম্যান্ট ডেস্ক
২৩ নভেম্বর ২০২৪ ১৮:১০ | আপডেট: ২৭ নভেম্বর ২০২৪ ১৩:৩৬

গেলো ১৯ নভেম্বর প্রায় তিন দশক দাম্পত্য জীবনের ইতি টেনে বিচ্ছেদের কথা ঘোষণা করেছেন অস্কারজয়ী সংগীতশিল্পী এ আর রহমান ও তার স্ত্রী সায়রা বানু। দীর্ঘ ২৯ বছর একসাথে পথচলার এমন সমাপ্তি দেখে হতবাক অনুরাগীরাও। কি এমন ঘটলো যার জন্য এমন সিদ্ধান্ত – এসব নিয়ে তুমুল চর্চার মাঝে যে বিষয়টি এখন তুঙ্গে – তা হলো রহমানের সঙ্গে সহশিল্পী বাঙ্গালী কন্যা মোহিনী দে’র পরকীয়া নিয়ে গুঞ্জন।

সামাজিক মাধ্যমে এ আর রহমানের বিচ্ছেদ ঘোষণার কয়েক ঘণ্টা পরেই রহমানের সহশিল্পী মোহিনী দে ও তার স্বামী ম্যাকের সঙ্গে বিচ্ছেদ ঘোষণা করেন। এই দুই ঘটনার মধ্যে যোগ খুঁজে পেয়েছেন নেটিজেনরা। অনেকেই মনে করছেন বাংলার মেয়ে গিটার বাদক মোহিনীর জন্যই হয়ত সায়রাকে ছেড়েছেন রহমান। আলোচিত এই বিচ্ছেদ নিয়ে শিরোনামে আসা কে এই মোহিনী?

বিজ্ঞাপন

বাঙালি হলেও মোহিনীর জন্ম এবং বেড়ে ওঠা মুম্বাইয়ে। নিজগুণে অল্প বয়সেই নামডাক করেছেন তিনি। গীটারে সুরের ঝংকার আর তার শৈল্পিক যাদুতে মন্ত্রমুগ্ধ হন শ্রোতারা। বয়স মাত্র ২৯। আর এই বয়সেই মোহিনী ২১ শতকের সেরা ১০ বেজ গিটারিস্টদের একজন।

মাত্র ন’বছর বয়সে বেস গিটারে হাতে রাখেন মোহিনী। ১১ বছর বয়সে পারফর্ম করা শুরু করেন। খুব তাড়াতাড়িই সাফল্য আসে মোহিনীর জীবনে। খুব দ্রুতই খ্যাতির শীর্ষে পৌঁছে যান মোহিনী। স্টিভ ভাই, মার্কো মিনেম্যান, জর্ডান রুডেস, জেসন রিচার্ডসন, জাকির হুসেন, শিবমণি এবং উইলো স্মিথের মতো আন্তর্জাতিক তারকার সঙ্গে একই মঞ্চে গিটার বাজাতে দেখা গিয়েছে তাকে। এমটিভি আনপ্লাগড, কোক স্টুডিও ইন্ডিয়া ছাড়াও দ্যা টু নাইট শো উইথ জিমি ফ্যালনে পারফর্মের মাধ্যমে বিশ্বব্যাপী পরিচিতি ঘটে তার। বেজ গিটারিস্ট হিসেবে কাজের সুযোগ পান এ আর রহমানের দলে। দেশ-বিদেশ মিলিয়ে এ আর রহমানের সঙ্গে প্রায় ৪০টি শো-তে পারফর্ম করেন মোহিনী।

বিজ্ঞাপন

প্রথম অ্যালবাম ২০২৩ সালে। কখনও ঝাঁকড়া চুল, কখনও আবার জটা… পারফর্ম করতে গিয়ে বারবার ছক ভেঙেছেন এই শিল্পী। সোশ্যাল মিডিয়ায় তার ফলোয়ার্সের সংখ্যা বর্তমানে সাত লাখেরও ওপরে।

নিন্দুকেরা বলছেন, মোহিনীর মোহেই সংসার ভেঙেছে এ আর রহমানের। যদিও এ নিয়ে এখনো মুখ খুলেননি রহমান-মোহিনী কেউই। তবে এ নিয়ে মন্তব্য করেছেন রহমানের প্রাক্তন স্ত্রী সায়রা বানুর আইনজীবী বন্দনা শাহ। ভারতীয় সংবাদমাধ্যমকে তিনি জানান, এসব বিতর্কের কোনও অর্থ নেই। মোহিনীর ডিভোর্সের সঙ্গে রহমান ও সায়রার ডিভোর্সের কোনও সূত্র নেই। এটা তাদের একেবারে নিজস্ব সিদ্ধান্ত। তাই অযথা বিতর্ক না করাই ভালো।

এদিকে শুক্রবার এ আর রহমান তার সামাজিক মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেন। যেখানে তিনি জানান, দক্ষিণী ছবি ‘দ্য গোট লাইফ’-এ প্লেব্যাকের জন্য হলিউড মিউজিক অ্যাওয়ার্ডসে সেরার পুরস্কার জিতে নিয়েছেন। এই ছবির পুরো টিমকে এই ভিডিওর মাধ্যমে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

দেখুন ভিডিও _

সারাবাংলা/এএসজি

এ আর রহমান এ আর রহমান ও সায়রা বানুর ডিভোর্স মোহিনী দে

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর