‘সুপার হিরো’র ভাগ্য নির্ধারণ বৃহস্পতিবার
১২ জুন ২০১৮ ১৮:১৮
এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।
‘সুপার হিরো’ ছবিটিকে ঈদুল ফিতরের সবচেয়ে আকাঙ্ক্ষিত সিনেমা বলেই মনে করছেন অনেকে। কারণ মুক্তি প্রতীক্ষিত অন্য ছবিগুলোর তুলনায় শাকিব-বুবলি অভিনীত এ চলচ্চিত্রটি নিয়ে নিয়ে ভক্তদের উচ্ছ্বাস অনেক বেশি। তবে ভক্তদের জন্য দুঃসংবাদটি হলো, সুপার হিরোর মুক্তি ঘিরে জটিলতা চলছেই!
অন্য ছবিগুলো এরইমধ্যে শুরু করেছে হল বুকিং। আর আশিকুর রহমান পরিচালিত সিনেমাটির ভাগ্যে জোটেনি সেন্সর সার্টিফিকেটও।
‘সুপার হিরো’র অর্থ লগ্নিকারী প্রতিষ্ঠান ‘হার্টবিট প্রোডাকশন’ অবশ্য এখনো আশা ছাড়ছেন না। চেষ্টা করছেন সব বাধা ডিঙিয়ে ছবিটির সেন্সর সার্টিফিকেট করিয়ে নিতে। মঙ্গলবার (১২জুন) সারাদিন ধরে সে চেষ্টা চালিয়ে গেছেন তারা।
সবশেষে জানা গেছে, বৃহস্পতিবার ‘সুপার হিরো’ দেখবে সেন্সরবোর্ডের সদস্যরা। সেদিনই জানা যাবে কি আছে ছবিটির ভাগ্যে! সেন্সর বোর্ডের সদস্য ইফতেখার উদ্দীন নওশাদ সারাবাংলাকে এ খবর নিশ্চিত করেছেন।
ছবিটির ভাগ্য নির্ধারণ প্রসঙ্গে সেন্সর বোর্ডের সদস্য ইফতেখার উদ্দিন নওশাদ বলেন, ‘বৃহস্পতিবার ছবিটি দেখার জন্য আমার সময় নিয়েছে চলচ্চিত্র সেন্সর বোর্ড। সেদিন সিদ্ধান্ত হবে কি আছে ছবিটির ভাগ্যে।’
অস্ট্রেলিয়াতে দৃশ্যধারণ করায় ‘সুপার হিরো’ ছবির মুক্তি নিয়ে প্রশ্ন তোলে দেশীয় একটি প্রযোজনা প্রতিষ্ঠান। বাংলাদেশের উচ্চ আদালতে রিটও করে তারা, যার শুনানী হবে ঈদের পর। তবে এর আগে সেন্সর সার্টিফিকেট মিলে গেলে, ছবিটি প্রদর্শনে কোন বাঁধা থাকবেনা বলে জানিয়েছে চলচ্চিত্র সংশ্লিষ্ট কয়েকজন।
উল্লেখ্য, ‘সুপার হিরো’ ছবিতে শাকিব-বুবলি ছাড়াও অভিনয় করেছেন টাইগার রবি, সিন্ডি রোলিং, তারিক আনাম খানসহ আরও অনেকে।
সারাবাংলা/টিএস/পিএ