Wednesday 15 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুই অ্যাকশন হিরো একসঙ্গে


১৩ জুন ২০১৮ ১৬:০৬

এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।

দুজনেই অ্যাকশন হিরো। কথার চেয়ে হাত-পা তাদের চলে বেশি। জ্যাকি চ্যান ও জন সিনা, অ্যাকশনের জন্য সারা দুনিয়ার চলচ্চিত্রপ্রেমীদের কাছে দুজনেই জনপ্রিয়। এবার তারা অভিনয় করবেন একসঙ্গে এক সিনেমায়।

অ্যাকশন-থ্রিলার ঘরানার একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তারা। ছবিটি পরিচালনা করবেন ‘নিড ফর স্পিড’ খ্যাত পরিচালক স্কট ওয়াহ। ছবিতে জন সিনার চরিত্রে অভিনয় করার কথা ছিল সুপারস্টার সিলভেস্টার স্ট্যালনের। স্ট্যালনের অপরাগতার কারণে ছবিতে সুযোগ পেলেন জন সিনা।

মিডিল ইস্টে থাকা চীনের একটি তেল শোধনাগার রক্ষা করাই হবে সিনেমার কাহিনী। বিষয়গুলো নিশ্চিত করেছেন হলিউড রিপোর্টার। ছবির নাম এখনো চূড়ান্ত হয়নি।

ছবির গল্প আবর্তিত হয়েছে একজন প্রাইভেট সিকিউরিটি কনট্র্যাকটরকে ঘিরে। আর এই কনট্র্যাকটরের চরিত্রেই অভিনয় করেছেন জ্যাকি চ্যান। ‘হাইওয়ে অব ডেথ’-এর গ্রিন জোন রক্ষার কাজে বাগদাদে একটি সফরে গিয়ে ঘটে সিনেমার সব ঘটনা।

ছবিতে জন সিনা অভিনয় করেছেন যুক্তরাজ্য মেরিনের সাবেক সদস্যের চরিত্রে। এই সদস্যের সঙ্গেই জোট বাঁধেন জ্যাকি চ্যান।

সারাবাংলা/পিএ

জন সিনা জ্যাকি চ্যান