Thursday 12 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিষণ্ন মেঘের নিচে কালো রাস্তা

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
৬ ডিসেম্বর ২০২৪ ১৮:৪৩

পিতা ও পুত্রের সম্পর্ক এবং পারিবারিক মূল্যবোধ নিয়ে নির্মিত হয়েছে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) নাটক ‘বিষণ্ন মেঘের নিচে কালো রাস্তা’। আকরাম খানের রচনায় প্রযোজনা করেছেন মাহবুবা জ্যামিন। প্রচারিত হবে শনিবার (৭ ডিসেম্বর) রাত ৯টা ৫ মিনিটে।

নাটকটিতে অভিনয় করেছেন তনয় বিশ্বাস, মাসুম বাশার, মিলি বাশার, কবির উদ্দিন আহমেদ, রেজিনা রুনি, তানিয়া চৌধুরী, বিজয় বাঙালি, মাহফুজ আফনানসহ আরো অনেকে।

বিজ্ঞাপন

নাটকের গল্পে দেখা যাবে- ধর্নাঢ্য আফজাল চৌধুরীর গাড়ির ড্রাইভার হাসেম আলি স্বল্পভাষী ও বিশ্বস্ত। তাকে আফজাল চৌধুরী খুব পছন্দ করেন। হাসেম আলির সংসারে এক ছেলে ও এক মেয়ে কিন্তু তার উচ্চাভিলাষী ছেলে রফিক মাঝেমধ্যে আফজাল সাহেবের গড়ি চালায়। রফিক দ্রুত সময়ে আয়ের পথ খুঁজতে গিয়ে সমিতির মাধ্যমে দ্বিগুণ লাভের স্কিমে টাকা লগ্নি করে। শুরুতে লাভের মুখ দেখতে পেয়ে তার কয়েকজন বন্ধুর কাছ থেকে ঋণ নেয়।

এছাড়াও তার বোনের বিয়ের জমানো টাকা বাসা থেকে চুরি করে সমিতিতে বিনিয়োগ করে। হঠাৎ গ্রাহকের সব টাকা নিয়ে উদ্যোক্তারা সমিতি রাতারাতি বন্ধ করে পালিয়ে যান। সর্বস্বান্ত রফিক কি করবে বুঝে উঠতে না পেরে আফজাল চৌধুরীকে অপহরণ করে। অপহৃত আফজাল চৌধুরীও ব্যস্ত নাগরিক জীবন থেকে মুক্তি পেয়ে খুশি হন। এভাবে এগিয়ে যায় নাটকের গল্প।

সারাবাংলা/এজেডএস

কবির উদ্দিন আহমেদ তনয় বিশ্বাস তানিয়া চৌধুরী বিজয় বাঙালি বিষণ্ন মেঘের নিচে কালো রাস্তা মাসুম বাশার মাহফুজ আফনান মিলি বাশার রেজিনা রুনি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর